এ কী কান্ড! নতুন বউ আলিয়ার সঙ্গে রোম্যান্স ছেড়ে রশ্মিকার সঙ্গে ঘনিষ্ঠতায় মজে রণবীর কাপুর


বিয়ের রেশ কাটতে না কাটতেই পুরোদমে কাজে ফিরেছেন রণবীর কাপুর। গত সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেছে টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিয়েছিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।  গত শুক্রবার থেকেই 'অ্যানিমেল' ছবির শুটিং শুরু করে দিয়েছেন আরকে। তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় রশ্মিকা মন্দানা এবার বলিউডেও দাঁপিয়ে বেড়াচ্ছেন। তার জনপ্রিয়তা যে অন্যান্য়দের তুলনায় অনেকটাই বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এবার বলি নায়িকাদেরও টেক্কা দিতে  আসছেন রশ্মিকা মন্দানা। হিন্দি ছবি 'অ্যানিমেল'-এ রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। 
 

বিয়ের দিন মাত্র ১২। চলতি মাসের ১৪ এপ্রিল, বৃহস্পতিবার  দীর্ঘদিনের জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট।  তবে বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র, তাও প্রমাণ করে দিয়েছেন রণবীর -আলিয়া। রণবীর ৩৯ এবং আলিয়া ২৯। বয়সে অনেকটাই ছোট আলিয়াকে নিজের দুলহানিয়া বানালেন রণবীর কাপুর। তবে বিয়ের পরও জমিয়ে ঠিক সংসারটা হচ্ছে না। চার হাত এক হওয়ার পরই আদাজল খেয়ে যে যার কাজে লেগে পড়েছেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। মাত্র ৫ দিনের ঝটিকা সফরেই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন রালিয়া জুটি। আপাতত আলিয়ার বিয়ের পরের প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে রয়েছেন ভক্তরা। এবার বিয়ের পরই মুম্বই ছেড়ে পাহাড়ের কোলে মানালিতে সময় কাটাচ্ছেবন রণবীর, তবে নতুন বউ আলিয়াকে নিয়ে নয় বরং ন্যাশনাল ক্রাশ রশ্মিকা মন্দানার সঙ্গে হিমাচলে রয়েছেন রণবীর কাপুর। কিন্তু বউকে ছেড়ে কেন ন্যাশনাল  ক্রাশের সঙ্গে সময় কাটাচ্ছেন তা জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

বিয়ের রেশ কাটতে না কাটতেই পুরোদমে কাজে ফিরেছেন রণবীর কাপুর। গত সোমবারই সদ্য বিবাহিত রণবীর কাপুরকে দেখা গেছে টি-সিরিজের অফিসের বাইরে। সাদা টি-শার্টের উপর চাপানো চেকড শার্ট,কার্গো প্যান্ট, মুখে মাস্ক পরেই পাপারাৎজিদের ক্যামেরায় হাসি মুখে পোজ দিয়েছিলেন রণবীর কাপুর। মুহূর্তের মধ্যে ছবি ছড়িয়ে পড়েছিল সোশ্যাল মিডিয়ায়।  গত শুক্রবার থেকেই 'অ্যানিমেল' ছবির শুটিং শুরু করে দিয়েছেন আরকে। তামিল ও কন্নড় ইন্ডাস্ট্রিতে জনপ্রিয় রশ্মিকা মন্দানা এবার বলিউডেও দাঁপিয়ে বেড়াচ্ছেন। তার জনপ্রিয়তা যে অন্যান্য়দের তুলনায় অনেকটাই বেশি তা আর বলার অপেক্ষা রাখে না। এবার বলি নায়িকাদেরও টেক্কা দিতে  আসছেন রশ্মিকা মন্দানা। হিন্দি ছবি 'অ্যানিমেল'-এ রণবীর কাপুরের সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রশ্মিকা। 

Latest Videos

 

 

কবীর সিং খ্যাত পরিচালক সন্দীপ রেড্ডি পরিচালিত ছবি 'অ্যানিমেল' এ রণবীরের বিপরীতে অভিনয় করতে চলেছেন রশ্মিকা ও রণবীর। এছাড়াও এই ছবিতে থাকছেন অনিল কাপুর ও ববি দেওল। পুরোপুরি অ্যাকশন থ্রিলার ধর্মী ছবিতে রণবীরের বাবার ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অনিল কাপুরকে। এবং এই ছবিতে খলনায়কের ভূমিকায় দেখা যাবে ববি দেওলকে।  ছবিতে দুই রকম লুকে দেখা যাবে রণবীরকে। প্রথমটিতে একদম ছিপছিপে চেহারায় দেখা যাবে রণবীরকে, আপাতত সেই পর্বেরই শুটিং চলছে। এবং দ্বিতীয়টিতে পেশীবহুল চেহারায় দেখা যাবে রণবীরকে। সেই চেহারার জন্য মাত্র কয়েকমাসের ব্রেক নিয়ে শুটিং শুরু করবেন রণবীর। সূত্রের খবর চলতি বছরেই ছবির শুটিংয়ের কাজ শেষ হবে। চার বছর ধরে রূপোলি পর্দ থেকে দূরে রয়েছেন রণবীর কাপুর।  আপাতত  রণবীর কাপুর ও আলিয়া ভাট অভিনীত প্রথম ছবি 'ব্রহ্মাস্ত্র' মুক্তি পেতে চলেছে সেপ্টেম্বর মাসের ৯ তারিখ। অন্যদিকে 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'- দিয়ে ধামাকাদার সাফল্য এনেছেন আলিয়া ভাট। ২০২২ সালে একের পর এক ছক্কা হাঁকিয়ে চলেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। খুব শীঘ্রই বলিউডের গন্ডি পেরিয়ে হলিউডে নিজের ছাপ রাখতে চলেছেন মহেশ কন্যা। প্রিয়ঙ্কা চোপড়া ও দীপিকা পাড়ুকোনের পর এবার আলিয়া ভাট পা রাখতে চলেছেন হলিউডে । 'ওয়ান্ডার ওম্যান' ছবি খ্যাত বিখ্যাত হলিউড অভিনেত্রী গ্যাল গ্যাডটের সঙ্গে ছবিতে স্ক্রিন শেয়ার করতে দেখা যাবে আলিয়াকে। অন্যদিকে করণ জোহর পরিচালিত 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির কাজও শুরু হবে শীঘ্রই।  এবং 'পশু' ছবির প্রথম দফার শুটিংয়ে হিমাচল প্রদেশে ব্যস্ত থাকবেন রণবীর কাপুর । জানা গিয়েছে, শুটিংয়ের কাজে গোটা মে মাস স্পেন এবং মুম্বইতে কাটাবেন রণবীর কাপুর।
 

আরও পড়ুন-সেক্স-যৌনতার নেশায় নয়, মুহূর্তে বদলে যাচ্ছে জীবন, ৪০ ছুঁইছুঁই প্রিয়ঙ্কা ফাঁস করলেন সিক্রেট

আরও পড়ুন-শারীরিক সম্পর্ক ভুলেই বিচ্ছেদের পথে হাঁটলেন সিদ্ধার্থ- কিয়ারা, কেন আলাদা হল 'শেরশাহ' জুটি?

আরও পড়ুন-বিয়ের আগেই উদ্দাম সহবাস, আথিয়ার জন্যই কি মুম্বইতে ফ্ল্যাট ভাড়া নিলেন কে এল রাহুল

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

টোটোর ভাড়া চাইতেই এইরকম কাণ্ড! দেখলেই আঁতকে উঠবেন, চাঞ্চল্য Malda-এ | Malda News Today
সীমান্তের নিরাপত্তা হুমকির মুখে! Bangladeshi Infiltration কবে থামবে? | Gede Border | Rohingya
'চায়ের দোকানে চা বিক্রি করুন, চাকরির থেকে বেশি টাকা আয় হয়' মন্তব্য মমতার | Mamata Banerjee Malda
কি বললেন? সুকান্তকে পাল্টা জবাব দিলেন শুভেন্দু | Suvendu Adhikari | Sukanta Majumdar | Bangla News
বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে এ কী করলো নাবালিকার সঙ্গে! চমকে যাবেন আপনিও, চাঞ্চল্য Nabadwip-এ | Nadia