দুর্যোগ কাটল কাপুর পরিবারে, বিপদ মুক্ত রণবীর, সুখবর দিলেন রণধীর কাপুর

Published : Mar 27, 2021, 09:24 AM IST
দুর্যোগ কাটল কাপুর পরিবারে, বিপদ মুক্ত রণবীর, সুখবর দিলেন রণধীর কাপুর

সংক্ষিপ্ত

করোনার কোপ থেকে মুক্ত রণবীর  সুখবর শোনালেন রণধীর কাপুর  আবারও সেটে ফিরবেন রণবীর  কোয়ারেন্টাইন থেকে বেরিয়ে সকলের সঙ্গে রয়েছে

করোনায় আক্রান্ত হওয়ার খবর এখন উঠে আসছে নিত্য দিন। ২০২০ সালে করোনার কোপে একাধিক তারকা পড়েছিলেন, বচ্চন পরিবার থেকে শুরু করে টেলিভিশনের তারকারাও। তবে বছর শেষের মুখে সেই সংখ্যা বেশ খানিকটা কমে যায়। করোনার কোপ থেকে বেরিয়ে স্বাভাবিক পরিস্থিতিতে সতর্কতা মেনেই কাজে ফিরেছিল বিটাউন। তবে বছর ঘুরতেই বিপাকে বলিউড। 

আরও পড়ুন- শাহরুখের অফিস নিজে হাতে ডিজাইন করলেন গৌরী, দেখুন অন্দরমহলের সেই ভাইরাল ভিডিও

আবারও একের পর এক তারকার করোনাতে আক্রান্ত হওয়ার খবর মিলতে থাকে। তার মধ্য অন্যতম হলেন রণবীর কাপুর। একের পর এক ছবির কাজ নিয়ে তিনি খন ব্যস্ত। তারই মাঝে করোনায় আক্রান্ত হয়ে পড়েছিলেন রণবীর। সোশ্যাল মিডিয়ায় ঝড়ের মত খবর ছড়িয়ে পড়ে, মা নীতু কাপুর প্রথম সেই খবর সামনে এনেছিলেন। তবে বর্তমানে সেই বিপদ কাটিয়ে উঠেছেন রণবীর। 

 

বলিউডে একের পর এক তারকা

 

করোনা নেগেটিভ হয়েছে তাঁর। সেই খবর এবার সংবাদ মাধ্যমকে জানালেন রণধীর কাপুর। তিনি জানালেন রণবীর ভালো আছেন। তিনি দেখাও করেছেন। এবার কিছুদিন বিশ্রামের পর আবারও সেটে ফেরার পালা। শেষ করতে হবে একাধিক ছবির কাজ। পাশাপাশি ব্যক্তিগত জীবন  নিয়েওও এখন ব্যস্ত রয়েছেন রণবীর কাপুর। বর্তমানে করোনার সঙ্গে লড়াই করছেন মধুবন, আমির খান, কার্তিক আরিয়ান সহ আরও অনেকে। 

PREV
click me!

Recommended Stories

কিক ২-এর ভিলেনের চরিত্রে দেখা দেবেন কে? সামনে এল বড় আপডেট, জেনে নিন এক ক্লিকে
Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল