ছপাক মুক্তির আগে নয়া দাবি কঙ্গনার বোনের, জানালেন হামলাকারী কে

  • ছবি মুক্তির আগে মুখ খুললেন রঙ্গোলি
  • স্মৃতির পাতা উল্টে বাস্তবের মুখোমুখি
  • প্রকাশ্যে আনলেন অ্যাসিড আক্রান্ত হওয়ার স্মৃতি
  • হামলাকারীর নাম করলেন ফাঁস

প্রহর গুণছেন দীপিকা ভক্তরা। ১০ জানুয়ারি মুক্তি পেতে চলেছে ছপাক ছবি। এখানেই নয়া লুকে দেখা যাবে দীপিকা পাড়ুকোনকে। অ্যাসিড আক্রান্তের ভূমিকাতে অভিনয় করছেন তিনি। এই ছবির কাজ শুরু হওয়ার পর থেকেই অ্যাসিড আক্রান্তদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন বৈঠক করেছেন অভিনেত্রী। কেবল তিনি নন, কয়েকদিন আগেই শাহরুখ খানও গিয়ে দেখা করেছিলেন অ্যাসিড আক্রান্তদের সঙ্গে। 

 

Latest Videos

 

এবার এই ছবিকে কেন্দ্র করেই আবারও খবরের শিরোনামে উঠে এলেন রঙ্গোলি চান্দেল। লক্ষ্মী আগরওয়ালের ওপর অ্যাসিড হামলার ঘটনাকেই পর্দায় এবার তুলে ধরতে চলেছেন দীপিকা পাড়ুকোন। তবে বাস্তবেই অ্যাসিড আক্রান্ত হয়েছিলেন কঙ্গনা রানওয়াতের বোন রঙ্গোলি। এই ঘটনা করেকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন তিনি। এবার প্রকাশ্যে নিয়ে এলেন হামলাকারীর নাম। 

 

আরও পড়ুনঃ দু-দশক পর পর্দায় আবার ফিরছেন সইফ-টাবু, প্রকাশ্যে ছবির প্রথম লুক

 

এবার সোশ্যাল মিডিয়ায় সেই ভয়াবহ ঘটনার কথাই তুলে ধরলেন রঙ্গোলি। জানালেন সেই ব্যক্তির নাম অবিনাশ শর্মা। ঘটনার বিবরণ দিয়ে রঙ্গোলি জানা, যে অবিনাশ নামক ব্যক্তিটি সবাইকে বলে বেড়াতেন যে তিনি রঙ্গোলিকে বিয়ে করতে চলেছেন। কিন্তু এই তথ্য ছিল মিথ্যে, এরপর রঙ্গোলি যে হোস্টেলে থাকেন, সেখানে গিয়ে হাজির হন ওই ব্যক্তি, সেখানে একটি মেয়ে রঙ্গোলিকে এসে জানান, তাঁকে একজন খুঁজছেন, তারপর দরজা খুলতেই মুখের ওপর এসে পরে তরল পর্দার্থ। ছপাক মুক্তির আগেই সেই যন্ত্রণা আবারও মনে করলেন রঙ্গোলি।  

Share this article
click me!

Latest Videos

হিন্দু হওয়ার অপরাধে প্রধান শিক্ষককে বাধ্য করা হল পদত্যাগ করতে, গর্জে উঠে যা বললেন Suvendu Adhikari
Suvendu Adhikari Live: সল্টলেকে সংবাদমাধ্যমের মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি
Kolaghat-এ Mamata Banerjee-কে তীব্র আক্রমণ Suvendu Adhikari-র! দেখুন কী বললেন শুভেন্দু
Mamata banerjee-কে সরাসরি চ্যালেঞ্জ Suvendu Adhikari-র! ২৬-এ হবে আসল খেলা | Suvendu Adhikari News
‘Trinamool-র ভীত হচ্ছে চোর ডাকাত’ Mamata Banerjee-কে সরাসরি তোপ Agnimitra Paul-এর | Agnimitra Paul