'২০ বছর হয়ে গেছে, এখনও দম্ভ কমেনি', প্রকাশ্যে কাজলকে তোপ রানির

Published : Mar 20, 2020, 06:45 PM ISTUpdated : Mar 20, 2020, 06:55 PM IST
'২০ বছর হয়ে গেছে, এখনও দম্ভ কমেনি', প্রকাশ্যে কাজলকে তোপ রানির

সংক্ষিপ্ত

ক্যামেরার সামনে রানি-কাজলের সম্পর্ক বেশ ভাল তবে পর্দায় পেছনে তাঁদের সম্পর্কের সমীকরণ ঠিক কেমন তারই ইঙ্গিত মিলল সম্প্রতি এক সাক্ষাৎকারে কাজকে এ কী বলে বসলেন রানি

বলিউডে তারকাদের মধ্যে ঠোকা ঠুকি লেগেই থাকে। কখনও তা প্রকাশ্যে, কখনও আবার তা চাপা পড়ে যায়। তবে সেলিব্রিটিদের মধ্যে একে অন্যকে তোপ নতুন কিছু নয়। তবে কখনও কখনও তা এতটাই গুরুতর আকার ধারন করে যে তা খবরের শিরোনামে জায়গা করে নেয়। তবে কাজল ও রানী মুখোপাধ্যায় সেই তালিকাতে পড়েন না। পরিবার সূত্রে দুজনে আত্মীয়। তাই তাঁদের মধ্যে সমীকরণটা বেশ স্বাভাবিক।

আরও পড়ুনঃবলিউডে প্রথম করোনা, আক্রান্ত 'বেবি ডল' গায়িকা, বিদেশ সফর গোপন করায় বিপত্তি

আরও পড়ুনঃকরোনায় গৃহবন্দি সলমন খান, সময় কাটাচ্ছেন প্রথম প্রেমের সঙ্গেই

সত্যি কি তাই, তেমনই প্রশ্ন উঠেছিল সম্প্রতি এক সাক্ষাৎকারে। কুচ কুচ হোতা হ্যায় ছবির কুড়ি বছর পুর্তীতে ধরা দিয়েছিলেন করণ জোহার, শাহরুখ খান সহ কাজল ও রানি মুখোপাধ্যায়। সেখানেই কথার পৃষ্ঠে কথা উঠে আসে। আড্ডা ছলে বেশ কয়েকবার ঠোকা ঠুকি লাগে কাজল ও রানী মুখোপাধ্যায়ের মধ্যে। প্রথমেই রানীকে দিদি বলে কথা বলা শুরু করেন রানি মুখোপাধ্যায়। 

আরও পড়ুনঃ 'বাড়ি সব থেকে নিরাপদ স্থান', করোনা সতর্কতায় সরব বিরুষ্কা

সেখান থেকেই শুরু, রানির কেরিয়ারে অনেক সময় সাহায্য করেছিলেন কাজল, এমনটা জানাতেই প্রকাশ্যে না বলে বসলেন কাজল। পাল্টা উত্তরে রানি বলেই ফেললেন কেটে গিয়েছেন কুড়ি বছর। তবুও কোথাও গিয়ে যেন আজও দম্ভ কমেনি কাজলের। তবে কি পর্দায় পেছনে এই দুই তারকার মধ্যে সম্পর্ক খানিকটা গরম, এমনই প্রশ্ন দেখা দেয় এই ভক্তদের মধ্যে। 
 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে