আবারও শিরোনামে রাণু, লতা মঙ্গেসকরের জন্মদিনেই উদিত নারায়ণের সঙ্গে নয়া রেকর্ড

Published : Sep 30, 2019, 03:19 PM IST
আবারও শিরোনামে রাণু, লতা মঙ্গেসকরের জন্মদিনেই উদিত নারায়ণের সঙ্গে নয়া রেকর্ড

সংক্ষিপ্ত

রাণুর গান আবারও ভাইরাল সোশ্যাল মিডিয়ায় তৃতীয় গান শেয়ার করলেন হিমেশ লতা মঙ্গেশকরের জন্মদিনে উপহার নায়িকার এবার উদিত নারায়ণের সঙ্গে গান গাইলেন তিনি

বলিউড সফরে এখনও ছক্কা হাঁকাচ্ছেন রাণু মণ্ডল। হিমেশ রেশমিয়ার সঙ্গে একাধিক গান গেয়ে ইতিমধ্যেই তিনি জনপ্রিয়তার কেন্দ্রে। বেশ কয়কদিন ধরে একের পর এক শিরোনাম তৈরি করার পর খানিক বিরতিতে ছিলেন রাণু মণ্ডল। ফিরে ছিলেন রানাঘাটে। একাধিক অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন তিনি। তবে এবার নতুন রেকর্ড গড়লেন তিনি। 

আরও পড়ুনঃ ক্যাট ওয়াক-এ নজর কাড়লেন ঐশ্বর্য রায়, দেখুন ভিডিও

কেবল হিমেশ রেশমিয়াই নন, একই সঙ্গে গলা মেলালেন উদিত নারায়ণ, পায়েল দেব। সোশ্যাল মিডিয়ায় তারই এক ঝলক শেয়ার করলেন হিমেশ রেশমিয়া। বরাবরই লতা মঙ্গেশকরের ভক্ত ছিলেন রাণু। প্রথম থেকেই জানিয়েছিলেন তা সকলকেই। এক সময় তাঁর রোজগারের পাথেয় ছিল লতা মঙ্গেশকরের গান। এবার সেই সুর সম্রাজ্ঞীর জন্মদিনে নতুন গান রেকর্ড করলেন রাণু। গাইলেন নিজের গান। গলা যেন তাঁর আরও সুন্দর হয়ে উঠেছে। মহুর্তে সোশ্যাল মিডিয়ার পাতায় ছড়িয়ে পড়ল সেই গান।

 

 

হিমেশ রেশমিয়ার নিজের সেটেই হাজির সকলে। একই ভঙ্গিমায় দাঁড়িয়ে রাণু মণ্ডল। সকলের নজরে ধরা পড়ল গায়িকার চেনা রূপ। তবে হঠাতই উঠে আবারও হারিয়ে যাওয়া নয়। বেশ কয়েকমাস ধরেই নিজেকে ধরে রেখেছেন এই রাণু মণ্ডল। যাঁকে দেখে হয়তো অনেকেই কিন্তু বলতে পারেন, তবে গানের গলা শোনার এক কথায় সাধুবাদ জানিয়েছেন নেটিজেনরা। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে