বিয়ে করেই ‘গুড বয়’! দীপিকার জন্য়ই কি কন্ডোম ব্র্যান্ডের চুক্তি ভাঙলেন রণবীর

কিন্তু হঠাৎ কেন এই চুক্তি থেকে বেরিয়ে গেলেন রণবীর! এই বিজ্ঞাপনগুলিতে রণবীরের চার্মই মুগ্ধ করেছিল তাঁর মহিলা ভক্তদের।

swaralipi dasgupta | Published : Apr 27, 2019 12:46 PM

দীর্ঘ পাঁচ বছর অন্যতন কন্ডোন ব্র্যান্ড ডিউরেক্স-এর সঙ্গে চুক্তি ভাঙলেন রণবীর সিংহ। টানা পাঁচ বছর এই ব্র্যান্ডের বিভিন্ন বিজ্ঞাপনে দেখা গিয়েছে রণবীর সিংহকে।

 

Latest Videos

সম্প্রতি কোম্পানিটির সঙ্গে আলোচনা করে চুক্তি থেকে বেরিয়ে আসেন রণবীর। রণবীরের এক ঘনিষ্ঠ সূত্র এক জাতীয় সংবাদমাধ্যমের কাছে জানায়ডিউরেক্স কোম্পানি ও রণবীরদুই পক্ষই শান্তির্পূণ ভাবে আলোচনা করে এই সিদ্ধান্তে এসেছেন।

 

কিন্তু হঠাৎ কেন এই চুক্তি থেকে বেরিয়ে গেলেন রণবীর! এই বিজ্ঞাপনগুলিতে রণবীরের চার্মই মুগ্ধ করেছিল তাঁর মহিলা ভক্তদের। মনে করা হচ্ছেরণবীর তাঁর পারিশ্রমিক বাড়িয়ে দিয়েছেন বলে হয়তো এই চুক্তির ইতি এখানেই হলো।

 

আবার অনেকে মনে করছেন সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায়ই কন্ডোমের এনডর্সমেন্ট থেকে বিরতি নিয়েছেন রণবীর।

 

গত বছর ইতালির লেক কোমোতে গিয়ে রাজকীয় কায়দায় দীপিকা পাডুকোনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন রণবীর। বিয়ের পরে ডিউরেক্স একটি টুইট করে নবদম্পতিকে শুভেচ্ছা জানায়। তাই ভক্তদের জল্পনাআদর্শ স্বামী হয়ে ওঠার জন্যই হয়তো কন্ডোমের এনডর্সমেন্ট ছাড়লেন রণবীর। সম্প্রতি বিবাহিত দম্পতি হিসেবে একটি এয়ার কন্ডিশনারের বিজ্ঞাপনে দীপিকার সঙ্গে দেখা গিয়েছে রণবীরকে।

 

প্রসঙ্গত, এই বছরই মুক্তি পেয়েছে রণবীরের গল্লি বয়। এই ছবি বক্স অফিসেও যেমন হিট, তেমনই সমালোচক মহলেও প্রশংসিত। সম্প্রতি একটি রাপ অ্যালবামও প্রকাশ করেছেন রণবীর। এছাড়াও সারা আলি খানের সঙ্গে অভিনীত সিম্বা ছবিটিও বক্স অফিস মাতিয়েছে।

 

২০১৮-য় মুক্তিপ্রাপ্ত ছবি পদ্মাবৎ-এও আলাউদ্দিন খলজির চরিত্রে অভিনয় করে বহু প্রশংসা পেয়েছেন রণবীর। ফিল্মফেয়ারে সেরা অভিনেতার পুরষ্কারও পান তিনি।  

 

Share this article
click me!

Latest Videos

বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধরে আপনি চুপ কেন? মমতাকে প্রশ্ন Adhir Ranjan Chowdhury-র
Election Commission Live : বিধানসভা নির্বাচন কবে দিল্লিতে? ভোটের নির্ঘণ্ট প্রকাশ নির্বাচন কমিশনের
'আখতার আলীর চরম সর্বনাশ করবে তৃণমূল', আশঙ্কা প্রকাশ অধীর রঞ্জন চৌধুরীর | Adhir Ranjan Chowdhury
'আমি যার দিকে তাকাই সে ধ্বংস হয়ে যায়' নন্দীগ্রামে চরম হুমকি শুভেন্দুর | Suvendu Adhikari Nandigram
সন্ধ্যা হতেই ভয়ে কেউ বেরচ্ছে না! কুলতলির বাঘ এখন কোথায় জানেন! দেখুন | Kultali Tiger Video