
বিয়ের এক বছর ঘুরতে না ঘুরতেই বাবা হওয়ার সাধ জেগেছে বলিউডের হার্টথ্রব রণবীর সিং-এর মনে। সম্প্রতি একটি টক শো-এসে দীপিকার সঙ্গে নিজের ভবিষ্যত নিয়ে মুখ খোলেন অভিনেতা। নিজের একটা সন্তান চাই এটাই দাবি রণবীরের।
আরও পড়ুন-আবারও লতার গানে ভাইরাল হলেন রাণু, শুনে নিন গানটি...
সম্প্রতি একটি টক শো-তে এসে এই কথা নিজের মুখে স্বীকার করেছেন অভিনেতা। টক শো-এর ভিডিও ক্লিপিংসয়ে এমনটাই শোনা গেছে। শো-তে রণবীরকে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলেই তিনি সটান উত্তর দেন, 'তিনি এবার নিজের সন্তানকে পৃথিবীতে আনতে চান। এমনকী ভবিষ্যতে সন্তানদের সঙ্গে সময়ও কাটাতে চান।' তারপর আরও জানান, ভবিষ্যতে পরিচালনাতেও আসার ইচ্ছে রয়েছে তার। এর পাশাপাশি আরও একটা ড্রিম রয়েছে অভিনেতার। সমুদ্রের পাশে ডিজে হয়ে অনেকটা সময় কাটাতে চান রণবীর।
আরও পড়ুন-নেহরু পরিবারের বিরুদ্ধে অশালীন মন্তব্যের জেরে গ্রেফতার বলি অভিনেত্রী, জল্পনা তুঙ্গে...
প্রসঙ্গত , এর আগেও অনেকবার দীপিকার মা হওয়ার জল্পনা শোনা গিয়েছে। তবে কি সেই জল্পনাকেই খানিক উস্কে দিলেন অভিনেতা। যদিও বিষয়টি প্রকাশ্যে আসার পর এই নিয়ে কোনও মন্তব্য করেননি দীপিকা। আপাতত মেঘনা গুলজার পরিচালিত 'ছপাক' নিয়ে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। এবং রণবীর সিং ও '৮৩' নিয়ে ব্যস্ত রয়েছেন।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।