দিশা আত্মহত্যা করতে পারে না, মৃত্যুর ঠিক আগের দিনই কথা হয়, সরব রেশমি দেশাই

Published : Sep 16, 2020, 04:32 PM IST
দিশা আত্মহত্যা করতে পারে না, মৃত্যুর ঠিক আগের দিনই কথা হয়, সরব রেশমি দেশাই

সংক্ষিপ্ত

দিশা সালিয়ান কেসে এবার মুখ খুললেন রেশমি মৃত্যুর ঠিক এক দিন আগেই কথা সিমলা যাওয়ার প্ল্যানিং হচ্ছিল তাঁদের অভিনেত্রী মানতেই নারাজ, দিশা আত্মহত্যা করেছেন

সুশান্ত সিং রাজুপত ও দিশা সালিয়নের কেস কি তবে একই সূত্রে বাঁধা ! উঠছে প্রশ্ন। ঠিক কী ঘটেছিল দিশার মৃত্যুর আগের রাতে, সুশান্তের মত দিশার মৃত্যুও আজ রহস্য়। তাই এবার দিশা সালিয়ান কেসেও কড়া নজর দিয়েছে সিবিআই। এরই মাঝে দিশাকে নিয়ে মুখ খুললেন অভিনেত্রী রেশমি দেশাই। তিনি জানালেন ঠিক মৃত্যুর আগের দিনই কথা হয়েছিল দিশার সঙ্গে। কী জানিয়েছিলেন দিশা রেশমিকে..

আরও পড়ুনঃ ২০১৮-র পোশাক পরে রণবীরের পার্টিতে আলিয়া, একই পোশাক রয়েছে শ্রদ্ধা-মালাইকারও, দাম কত

.

রেশমির কথায় দিশা তাঁর খুব ভালো বন্ধু ছিলেন। তিনি দিশার সঙ্গে কথাও বলেছিলেন। তেমন কোনও কিছু আগের দিনও সামনে আসেনি। ৭ জুন, বেশ কিছুুক্ষণ ফোনে কথা হয়েছিল। সেখানে তাঁরা সিমলা ভ্রমণের পরিলকল্পনা করছিলেন। কিছু দিনের মধ্যেই সিমলা যাওয়ার কথা ছিল তাঁদের। তবে কীভাবে তিনি ঠিক তাঁর পরের দিনই আত্হত্যা করতে পারেন, তা নিয়ে উঠছে প্রশ্ন। 

রেশমির কথায় দিশা আগের দিনও যথেষ্ট স্বাভাবিক ছিল। কথা বলে কিছুই মনে হয়নি তাঁর। পরের দিন রাতেই ঘটে অঘটন। ঠিক কী হয়েছিল সেদিন রাতে, তা এবার ক্ষতিয়ে দেখার চেষ্টা করছে সিবিআই। কোনও ভাবে কি সুশান্তে জানতে পেরেছিলেন দিশার মৃত্যু রহস্য, কেন ঝাঁপ  দিলেন দিশা, কেন মেলেনি কোনও সুইসাইট নোট। বর্তমানে পাখির চোখ দিশার বহু বর রোহন রায়। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?