কখনও বেফাঁস মন্তব্য, কখনও চিত্র সাংবাদিকের গায়ে হাত তোলা, সংবাদ শিরোনামে সর্বদা নাম উঠে এসেছে ঋষি কাপুরের। এবারও তার অন্যথা হল না। ট্যুইট করে সরাসরি সরকারকে অনুরোধ করলেন মদের দোকান খোলার জন্য। অনুমতিপ্রাপ্ত প্রতিটি মদের দোকান বিকেলে খোলা রাখার অনুরোধ জানালেন অভিনেতা।
আরও পড়ুনঃগৃহবন্দি দশায় পুরোনো ছবি শেয়ার করে মা 'মুনমুন'কে জন্মদিনের শুভেচ্ছা রাইমার, দেখুন ছবিতে
আরও পড়ুনঃশার্টের ফাঁকে উঁকি মারছে অন্তর্বাস, লকডাউনে পারদ চড়ালেন 'ত্রিনয়নী'র জ্যাসমিন
যদিও ট্যুইটে তিনি এ কথা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে মদের দোকান খোলা রাখার কথা তিনি নিজের জন্য বলছেন না। ডাক্তার এবং পুলিশকর্মীদের এখন মারাত্মক ধকল যাচ্ছে। অন্তত তাঁদের জন্য খোলা হোক দোকানগুলি। কারণ সারাদিনের খাটাখাটনির পর এইটুকু রিল্যাক্সেশন তাঁদের প্রাপ্য। ঋষি কাপুর এও বলেন যে বহু জায়গায় ব্ল্যাকে মদ বিক্রিই তো হচ্ছেই তাহলে সরকারের অনুমতি দিয়ে দোকান খোলাতে কী সমস্যা।
আরও পড়ুনঃলকডাউনে ঘরবন্দি অ্যামি জ্যাকসন, ওয়ার্কআউটের সঙ্গী ছেলে অ্যানড্রিয়াস
পরের ট্যুইটে তিনি বলেছেন সকলে তো মদ্যপান করছেই তাহলে বিষয়টিকে আইনি ভাবে অনুমতি দিতে কোনও সমস্যা থাকার কথা নয়। ভণ্ডামি না করে কাজের কাজ করা উচিত। ঋষি কাপুরের এই পোস্টে স্বাভাবিকভাবেই নিমেষের মধ্যে আগমণ হয়। দিন কতক আগে, মদ্যপান নিয়ে অভিনেতাকে ট্রোলও করেছিল নেটিজেনরা।