জুতোর দোকানে ঢুকে হতবাক ঋষি কাপুর, ২৭ লাখ টাকার বিনিময় মিলবে এক জোড়া জুত

  • জুতোর দোকানে ঢুকে চোখ কপালে ঋষি কাপুরের
  • জুতোর দাম ২৭ লক্ষ টাকা
  • সকলের সঙ্গে সেই খবর শেয়ার করলেন অভিনেতা
  • রনবীরের জুতোর দামও নেহাতই কম নয়

নিউ ইয়র্কেই রয়েছেন বর্তমানে ঋষি কাপুর। বেশ কয়েক মাস ধরে ডাক্তারের কড়া নজরে রয়েছেন তিনি। তবে শরীর তার এখন বেশ ভালোই। নিজের সোশ্যাল মিডিয়ায় ছবি শেয়ার করে সেই খবর ভক্তদের উদ্দেশ্যে জানালেন এই তারকা। দুদিন আগেই সপরিবারে বেড়িয়ে পরেছিলেন ছুটি কাটাতে। শপিং, ডিনার সাড়লেন সকলের সঙ্গে। উপস্থিত ছিলেন রনবীর কাপুরও। রেস্তোরায় গিয়ে সেলফি তুললেন তিনি। 

তবে এতো গেল ডিনার পর্ব। শপিং পর্বে ধরা দিল ভিন্নরুপ। নিউ ইয়র্কের না করা জুতোর দোকান ফ্লাইট ক্লাব-এ পৌঁচ্ছে জান এই দিন তিনি। সেখানেই দুজোর দাম দেখে অবাক হলেন ঋষি কাপুর। সকলের সঙ্গে শেয়ার করে নিলেন এই দোকার জুতোর দাম। এক জোড়া জুতোর দাম কতই বা হতে পারে, ২৭ লাখ টাকা! দোকান থেকে বাছাই করা কয়েকটি জুতোর ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করলেন তিনি। যেখানে নজরে পরল এক একটি জুতোর দাম ১৩ লাখ, ২৭ লাখ। 

Latest Videos

নিজেই সোশ্যাল মিডিয়ায় ভক্তদের উদ্দেশ্যে এই দিন তিনি লেখেন,- জুতো সোনার হক বা চাদির, পরব তো সেই পায়ে। তার এই সরল উক্তি মন জয় করল সকলের। এই দোকনটি নিউ ইয়র্কের অন্যতম জুতো দোকান। হলিউড স্টারেরা এখান থেকে মাঝে মধ্যেই জুতো কিনে থাকে। তবে ঋষি কাপুরের ছেলে রনবীর কাপুরের জুতোর দামও নেহাতই কম নয়। দুই লাখের কাছাকাছি দাম থাকে রনবীর কাপুরের এক একটি জুতোর।

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : বিধানসভার বাইরে বিস্ফোরক শুভেন্দু অধিকারী, সরাসরি | Bangla News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'এই CBI মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলছে' CBI-র গেটে প্রতীকী তালা লাগিয়ে বিক্ষোভ ডাক্তারদের | RG Kar
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari