
বছরের শেষ মানেই কারোর ভাল তো কারোর মন্দ, সারাবছর যেমন তেমন গেলেও বছরের শেষ যদি কারোর খারাপ যায়, তাহলে যেন সারা বছরটাই খারাপ মনে হয়। সেরকমই বলিউড অভিনেত্রী রবিনা ট্যান্ডনও বছরের শেষে বড়সড় বিপাকে পড়েছেন। বলিউডের নব্বইয়ের দশকের হার্টথ্রব অভিনেত্রীর নামে অভিযোগ দায়ের করা হয়েছে। সম্প্রতি শোনা যাচ্ছে, টিভির একটি অনুষ্ঠানে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার জন্য অভিযোগ করা হয়েছে রবিনার বিরুদ্ধে।
আরও পড়ুন-বর্ষশেষে জমজমাট ওয়েব সিরিজের টক্করে কে এগিয়ে, দেখে নিন সেরা ৫...
সূত্র থেকে আরও জানা গেছে, শুধু রবিনাই নয়, ফারহা খান, ভারতী সিংয়ের বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে। সোনু জাফর নামে এক ব্যক্তির অভিযোগের ভিত্তিতেই এই তিন সেলিব্রিটির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছ। বড়দিনের আগে টিভিতে একটি অনুষ্ঠান চলাকালীন খ্রিস্টানদের ভাবাবেগে আঘাত করা হয়েছে বলেই অভিযোগ দায়ের করা হয়েছে।
আরও পড়ুন-ফিরে দেখা, চলতি বছরে সেরা ৫ ভাইরাল ভিডিও ...
শুধু অভিযোগই নয়, অভিযোগপত্রের সঙ্গে টিভি শো-য়ের একটি ভিডিও ফুটেজও জমা দেন তিনি। অমৃতসর পুলিশ সূত্রে জানা গেছে, আজনালা থানায় এফআইআর দায়ের করা হয়েছে। ২৯৫-এ ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।