অমিতাভ ও চিরঞ্জীবীর শ্যুটিং ফ্লোরে মর্মান্তিক ঘটনা, নামল শোকের ছায়া

Published : May 17, 2019, 07:32 PM ISTUpdated : May 18, 2019, 07:31 PM IST
অমিতাভ ও চিরঞ্জীবীর শ্যুটিং ফ্লোরে মর্মান্তিক ঘটনা, নামল শোকের ছায়া

সংক্ষিপ্ত

হিট স্টোকে মৃত্যু অভিনেতার অমিতাভ বচ্চন ও চিরঞ্জীবী সেটে শোকের ছায়া

অমিতাভ বচ্চন ও চিরঞ্জীবী অভিনীত ছবির সেটে আকষ্মিক মৃত্যু ঘটল এক অভিনেতার। রাশিয়া থেকে আসা এই অভিনেতা ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করছিলেন। শ্যুটিং চলাকালীন  মঙ্গলবার বিকেলে অসুস্থ হয়ে পরেন আলেকজান্ডার নামের ওই অভিনেতা। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসার পর ডাক্তার জানান তার হিট-স্ট্রোক হয়েছে। এরপরই মৃত্যু ঘটে বছর আটত্রিশের আলেকজান্ডারের।

অমিতাভ বচ্চন ও চিরঞ্জীবী এখন দক্ষিণী ছবির অভিনয় নিয়ে ব্যস্ত। নরসিমহা রেড্ডি-র জীবনের ওপর লেখা এই ছবিতে মূখ্য ভূমিকায় অভিনয় করছেন চিরঞ্জীবী। অমিতাভ বচ্চনকে বিশেষ অতিথি হিসেবে পাবেন এই ছবির দর্শকেরা। সঙ্গে দেখা যাবে তমান্না ভাটিয়াকেও। ছবিটি মূলত তিনটি ভাষায় তৈরির কাজ চলছে, তামিল, তেলেগু ও মালায়লম।

এই ছবিরই শ্যুটিং চলাকালীন বারবারই নানা বিপত্তি ঘটছে। গতসপ্তাহে এই ছবির শ্যুটিং-ফ্লোরে আগুন লেগে গিয়েছিল। কিন্তু ভাগ্যক্রমে সেই ঘটনায় কোনও হতাাহতের ঘটনা ঘটেনি। বড় বিপদের ঝুঁকি এড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিলেন পরিচালক। কিন্তু, এদিনের এই মৃত্যুর ঘটনা নতুন করে বিপত্তি খাড়া করল ছবিটির শ্যুটিং-এ।

২০১৭, ডিসেম্বর মাসে ছবিটির কাজ শুরু হয়েছিল। চলতি বছর অক্টোবরেই ছবিটির মুক্তি পাওয়ার কথা। 

PREV
click me!

Recommended Stories

৮৩ বছর বয়সে ১৫ ঘণ্টা কাজ! বিগ বি-র এনার্জি দেখে চমকে গেলেন দর্শকেরা
কেন ভেঙেছিল অমিতাভ বচ্চন ও রেখার সম্পর্ক? দীর্ঘদিন পর প্রকাশ্যে এল চমকপ্রদ তথ্য