
বলিউডের এলিজেবল ব্যাচেলার, আজও তরুণ লুকেই ভাইরাল ভাইজান। বয়স নেহাতই যেন একটা সংখ্যা। প্রতিবছর একটু একটু করে কেবল পরিণত হওয়া। বয়সের কোনও ছাপই নেই এই খানের অঙ্গে। চলে এলো আরও এক জন্মদিন। ২০১৯-এ জন্মদিনে দাবাং নিয়ে ব্যস্ত ছিলেন অভিনেতা। সেই ছবি সেভাবে না চললেও ভক্তদের পাশ থেকে সরে জাননি তিনি। জানিয়েছিলেন সাম্প্রদায়িক শান্তিই প্রথম।
আরও পড়ুন- ২৩০৪ কোটি টাকার মালিক সলমন, বছরে আয় কত, কত টাকার বাংলোতে থাকেন ভাইজান
২০২০ বছরটা পাল্টে দিয়েছে সেই সব চেনা সমীকরণ। নেই ভাইজানের বক্স অফিস কাঁপানো ছবি। নেই গ্যালাক্সির সামনে উপচে পড়া ভক্তের ভিড়। নিরিবিলিতেই তাই জন্মদিন পালন করছেন সলমন। রয়েছেন তিনি ফার্ম হাউসে। মধ্যরাতে সেখানেই হাজির মিডিয়া। সঙ্গে কেক। পাপরাজিৎ-দের নিরাশ না করেই বেড়িয়ে এসেছিলেন সলমন খান। কাটলেন কেক।
সেই ভিডিও মুহূর্তে ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়। সোশ্যাল মিডিয়ার পাতা শনিবার রাত থেকেই ভরে উঠতে থাকে। ভাইজানকে শুভেচ্ছা জানাতে দেশ বিদেশের ভক্তরা মরিয়া। নানা প্রান্তে বিভিন্ন ফ্যানক্লাব কেক কেটে শুভেচ্ছা জানাচ্ছে সলমন খানকে। তবে চলতি বছর ফার্ম হাউসেই থাকবেন ভাইজান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।