- Home
- Entertainment
- Bollywood
- ২৩০৪ কোটি টাকার মালিক সলমন, বছরে আয় কত, কত টাকার বাংলোতে থাকেন ভাইজান
২৩০৪ কোটি টাকার মালিক সলমন, বছরে আয় কত, কত টাকার বাংলোতে থাকেন ভাইজান
বলিউড মানেই খানেদের রাজত্ব। এমনটাই দেখে আসছে দর্শকেরা দীর্ঘ তিন দশক ধরে। একের পর এক ছবি মুক্তি মানেই আমির, সলমন শাহরুখের বাজিমাত। এক এক তারকার ঝুলিতে হাজার সুপারহিট ছবি। অভিনয় কেরিয়ারে পা রেখে কতটা সম্পত্তি করলেন সলমন, জন্মদিনে রইল সেই তথ্য...
| Dec 27 2020, 09:25 AM IST
- FB
- TW
- Linkdin
)
সলমন খানের মোট সম্পত্তির পরিমাণ ৩৬০ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার অর্থমূল্য দাঁড়ায় ২৩০৪ কোটি টাকা।
Subscribe to get breaking news alerts
সলমন খানের বাৎসরিক আয় ১৬৫ কোটি টাকা গড়ে। ২০২০-তে সেই আয় বেড়ে দাঁড়িয়েছে ২০০ কোটি টাকা। মাসে আয় ২০ কোটির বেশি।
সলমন খানের গ্যালাক্সির দাম ১৫০ কোটি টাকার বেশি। বর্তমান মূল্যে তা অনেকটাই বেড়ে গিয়েছে। এই বাড়িতে ইন্টেরিয়র ডিজাইনিং-এর পেছনেই ঢাকা রয়েছে বিপুল পরিমাণের টাকা।
বাইক হোক বা গাড়ি, সব ধরনের স্টালিস কলেকশনই রয়েছে সলমন খানের গ্যেরেজ। ল্যান্ড রোভার থেকে শুরু করে অডি, বি.এম.ডাব্লিউ।
সলমন খানের আয়ের বেশিরভাগটাই এসেছে চলতি বছরে বিগ বসের সেট থেকে। পাশাপাশি ছবি ও বিজ্ঞাপন তো রইছে।