
25 শে ডিসেম্বর, তারিখটা সলমন ভক্তদের জন্য খুবই বিশেষ। কারণ এই দিনই ভাইজানের জন্মদিন। বিশেষ উপহার প্রতিবছরই সাজিয়ে তোলেন বড়দিনের উৎসব। নয় কোন ছবির খবর নয় কোনো বড় ছবির মুক্তি। ভক্তদের জন্য কিছু না কিছু থেকেই যায় সলমনের ঝুলিতে। এবারও তার ব্যতিক্রম হল না।
আরও পড়ুন- সোনু সুদের মন্দির স্থাপন, ছবি দেখা মাত্রাই লজ্জিত অভিনেতা, কী লিখলেন ভক্তদের উদ্দেশ্যে
বছরভর নেই ছবির মুক্তি। দেখে নেই কোন বক্স অফিস ঝড় তোলা বিগ রিলিজ। শাহরুখ-সালমান আমির খালিদের দাপট রইল না পর্দায়। এবারের হতাশ নয়। জন্মদিনের আগে ভক্তদের উপহার দিলেন ভাইজান। সামনে আনলেন নতুন লুক। ছবির নাম অন্তিম। চলছে জোড় কদমে ছবির কাজ।
সেই ছবির একটি অংশের ভিডিও শেয়ার করলেন নিজের সোশ্যাল মিডিয়ার পাতায়। যেখানে দেখা গেল আয়ুষ ছুটে এসে মারতে যাচ্ছেন ভাইজান কে। ছবি এই দৃশ্য শেয়ার করে মাটিতে ছড়িয়ে পড়ে। না ভগ্নিপতির এত সাহস নেই, শুধুমাত্র ছবি স্ক্রিপ্টটে এমনটাই বলে ছিল। আগামী বছরের মাঝামাঝি মুক্তি পেতে পারে এই ছবি। ছবিতে সালমানের নয় লুক মুহূর্তে নজর কাড়ে। মাথায় পাগড়ি তাগড়াই চেহারা, এক ঝলকে দেখে তা মনে করিয়ে দিতেই পারে সুলতান ছবির কথা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।