
সামনে এখন বিয়ের মরসুম। অনেকেই যারা বিয়ে করতে ঢের দেরী করে ফেলেছেন, বলাই বাহুল্য় তারা এবার বিয়ে সারবেন। আর সলমন খান হঠাৎ যে তার মিসেসের সঙ্গে পরিচয় করালেন। তাহলে কি সলমন , শেষ পর্যন্ত না জানিয়ে, সব মহিলা ভক্তদের কাঁদিয়ে বিয়ে করে ফেললেন ? না না মন খারাপ করবেন না, এ আসল বিয়ে নয়, এ হল 'দাবাং ৩' ছবির প্লট।
আসলে আজই দাবাং ৩ এর ট্রেলার রিলিজ। সেই ছবির প্রোমো শুটেরই একটি ভিডিয়ো সম্প্রতি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সলমন। সেখানেই দেখা যাচ্ছে, সলমান খান ছবির পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের অবতারে এসে নিজের স্টাইলে পরিচয় করিয়ে দিচ্ছেন তাঁর অনস্ক্রিন স্ত্রী সোনাক্ষির সঙ্গে ,ইনিই আমার সুপার সেক্সি মিসেস, রজ্জো। এই ছবিতে সলমান খানের দুটি লুক দেখা যাবে। এক যুবক চুলবুল পান্ডে ও দুই পুলিশ অফিসার চুলবুল পাণ্ডেকে। চরিত্রের ফ্লাশব্যাক অংশটিই ছবির মূল আকর্ষণ।
আরও পড়ুুন, এক মিনিটে বানিয়ে ফেলুন দীপাবলির দিয়া, টিপস দিলেন জুহি চাওলা
প্রভু দেবা পরিচালিত 'দাবাং ৩' ছবিতে রয়েছেন আরবাজ খান, সোনাক্ষি সিনহা ও মাহি গিল। এছাড়াও থাকছেন দক্ষিণী সুপারস্টার সুদীপও। 'দাবাং ৩' মুভিটি মুক্তি পাবে চলতি বছরের ২০ ডিসেম্বরে।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।