মোদীর সঙ্গে সেলফির সুযোগ হারালেন অক্ষয়, ঘুম নাকি শরীর চর্চা কোনটা দায়ী

Published : Oct 21, 2019, 08:55 PM IST
মোদীর সঙ্গে সেলফির সুযোগ হারালেন অক্ষয়, ঘুম নাকি শরীর চর্চা কোনটা দায়ী

সংক্ষিপ্ত

চেঞ্জ উইথইন ইভেন্টে সেলিব্রেটি রা সেলফি তুললেন  অক্ষয় কুমার তাহলে কোথায়, তিনি কি ঘুমিয়ে পড়লেন  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায়  পোস্টটি ভাইরাল হয়েছে   সেলফি হুজুগ থেকে সেলিব্রিটিরাও বাদ পড়েন না  


 সেলফি তোলার হিড়িক এখন ঘরে ঘরে।  সেলফি হুজুগ থেকে সেলিব্রিটিরাও বাদ পড়েন না। আর সেই সেলফিই যদি তোলা হয় দেশের সরকারের সঙ্গে, তাহলে তো আরও বেশি গুরুত্বপূর্ণ মাত্রা পায়।  সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী, আমির খান ও শাহরুখ খানের সঙ্গে  চেঞ্জ উইথইন ইভেন্টে সেলফি তুললেন। কিন্তু অনেক ভক্তই মজা করে প্রশ্ন তুললেন, প্রধানমন্ত্রী মোদীর কাছের মানুষ অক্ষয় কুমার তাহলে কোথায়, তিনি সেলফিতে নেই কেন। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি পুরোপুরি ভাইরাল হয়েছে।  

চেঞ্জউইথইন ইভেন্টটি মূলত, মহাত্মা গান্ধী এবং গান্ধের বৈশিষ্ট্য ও প্রচারের উপায়গুলি নিয়ে আলোচনা করার জন্য পরিচালিত হয়েছিল। বলিউডের মাধ্যমেই সেই মুক্তিযোদ্ধার দেড়শতম জন্ম উদযাপন করা হয়।

আমির, শাহরুখের মতো তারকারা এবং ক্যাটরিনা কাইফ, কঙ্গনা রানাউত, জ্যাকলিন ফার্ন সহ অন্যান্যরা চিত্রনায়ক ইমতিয়াজ আলী, অনুরাগ বসু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অনুষ্ঠানের সেলফি পোস্ট করেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় অক্ষয় কুমারের ভক্তরা রীতিমত ভাবতে বসেছেন,  তাহলে তিনি গেলেন কোথায় । অনেকে মজা করে জানালেন , অক্ষয় কুমার হয়তো তার কঠিন রুটিনের বাইরে একটুও বেরন নি।  
 

PREV
click me!

Recommended Stories

সংসারে এল নতুন সদস্য, মা হলেন ভারতী সিং, ৪১ বছরে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন
শীঘ্রই আসছে '৩ ইডিয়টস'-র সিক্যুয়েল, নতুন ছবির নাম বিরাট চমক, প্রকাশ্যে এল নয়া তথ্য