এবার আর বাসন মাজা নয়, বিগ বসের জন্য ঘর মুছলেন সলমন, নয়া প্রোমোতে চমক

Published : Aug 15, 2020, 04:04 PM IST
এবার আর বাসন মাজা নয়, বিগ বসের জন্য ঘর মুছলেন সলমন, নয়া প্রোমোতে চমক

সংক্ষিপ্ত

শুরু বিগ বসের নতুন সফর একে একে প্রোমো মুক্তিতে উঠছে ঝড় এবার ঘর মুছলেন সলমন খান মুহূর্তে ভাইরাল ভাইজানের ছবি

শুরু হচ্ছে বিগ বসের ১৪ সফর। ইতিমধ্যেই মুক্তি পেয়েছে রিয়ালিটি শো-এর প্রোমো। চাষের মাঠ থেকে উঠে বিগ বসের প্রমোশন করেছিলেন সলমন। জানিয়েছিলেন লকডাউনে সলমনে্র অন্য লুক ভুলে আবারও চেনা ছন্দে ফেরার প্রস্তুস্তি চলছে পুরো দমে। কয়েকদিন আগেই সামেন এসেছে বিগ বস রিয়ালিটি শো-এর শ্যুটিং শুরু হওয়ার খবর। ফার্ম হাউস থেকেই শ্যুট সেরেছেন সলমন খান। 

 

 

বিগ বসে থাকাকালিন একাধিকবার ঝড় তোলা কাণ্ডকীর্তি ঘটিয়েছেন ভাইজান। একবার বসের ঘরে বাসন মেজেছিলেন সলমন। যদিও তা নিয়ে শুরু হয়েছিল বিতর্ক। সেই দৃশ্য শ্যুট করতে সলমন নাকি বহু টাকা দাবি করেছিলেন। এবার নতুন পর্বেই শুরুতেই ঝড় তুললেন সলমন। সোজা ঘর মোছার ছবি উঠে এলো এবার ভক্তমহলের সামনে। যে ছবি বর্তমানে ভাইরাল নেট দুনিয়ায়। 

 

 

নতুন প্রমোশনে সলমনের এই পোজেই হিট টিজার। এখনও সামনে আসেনি নতুন পর্বে কারা কারা থাকছেন। তবে বিগ বসের শ্যুটিং নিয়ে একাধিক খবর এখন ভহাইরাল নেট দুনিয়ায়। সলমন খান ছাড়তে চলেছিলেন বিগ বসের শো। বছরের শুরুতে এমনই গুজব উঠলেও, আবারও চেনা ছন্দে ফিরছেন ভাইজান। তাই নতুন পর্বের অপেক্ষায় রয়েছেন দর্শকেরা। ছবি পোস্ট করে সলমন লিখলেন, বাড়ির সব কাজ সেরে রাখতে, কারণ বিগ বস আসছে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

কী কারণে হঠাৎই ঘুমের মধ্যে মারা গেলেন প্রশান্ত তামাং? কারণ জানিয়েছেন স্ত্রী মার্থা অ্য়ালে
জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে