হেমা মালিনীর নাচ, শ্রেয়ার সুর, ৭৪তম স্বাধীনত দিবসে ভিন্ন ধারার 'বন্দে মাতরম'

  • ৭৪তম স্বাধীনতা দিবসে ভিন্নতার ছোঁয়া
  • বাড়ি থেকেই দেশের মাটির জন্য শ্রদ্ধা জানাচ্ছে সকলে
  • হেমা মালিনীর নাচ থেকে শুরু করে শ্রেয়া ঘোষালের গান
  • সোনু নিগম, কুমার সানু, হরিহরণ, সকলেই উপস্থিত ভারচ্যুয়াল উদযাপনে

করোনার প্রকোপ, লকডাউন। ২০২০ সালের অর্ধেকের বেশি কাটাতে চলেছে দেশবাসী। তবুও অবস্থায় নেই কোনও উন্নতি। আজ ১৫ অগাস্ট, এই বিশেষ দিনে ম্লান হয়ে যাচ্ছে সকলের হাসি। তবুও কিছু মানুষ রয়েছেন আনন্দ দেওয়ার প্রচেষ্টায়। সেই তালিকায় দেখা গেল বলিউডে এবং দক্ষিণী চলচ্চিত্র জগৎ এবং সঙ্গীত জগতের মানুষদের। হেমা মালিনী ও এষা দেওলের নাচ থেকে শুরু করে শ্রেয়া ঘোষাল, হরিহরণ, কুমার সানু, সোনু নিগম, এস পি বালাসুব্রমনিয়াম সহ অনেকেই একজোট হয়েছেন এই ৭৪তম স্বাধীনতা দিবসে।

আরও পড়ুনঃএই স্বাধীনতা দিবসে ভিন্নতায় ভরা দেশাত্মবোধ, দারিদ্রতা মুছে ফেলতে ময়দানে নামবেন অক্ষয় কুমার

Latest Videos

হেমা মালিনী এবং তাঁর মেয়ে এষা দেওলের নাচ দিয়েও শুরু হল 'বন্দে মাতরম'। নতুন সুরে, নতুন কথায় তৈরি হলে ৭৪তম স্বাধীনতা দিবসের থিম সং। দেড়শোটি মিউজিক ট্র্যাকস রেকর্ড করা হয়েছে লাইভ সিমফোনি অরকেস্ট্রায়। হেমা মালিনী এবং এষার পাশাপাশি জুহি চাওলাকেও দেখা গেল সুর মেলাতে। উপস্থিত ছিলেন মোহনলাল, এসপি বালাসুব্রমনিয়াম, কবিতা কৃষ্ণামূর্তি, হরিহরণ, কুমার সানু, সোনু নিগম, শ্রেয়া ঘোষাল, বিন্দু, নারায়ণ এবং মহন্তি সুব্রমনিয়ম।

আরও পড়ুনঃ'মহামারীতে লড়ে যাওয়া যোদ্ধাদের দিন আজ', ৭৪ তম স্বাধীনতা দিবসে অমিতাভের শুভেচ্ছাবার্তা

বন্দে মাতরম গানটি ৭৪ তম স্বাধীনতা দিবসকে যেন আরও সুন্দর করে তুলেছে। লকডাউনে যে যার বাড়ি থেকেই শ্যুট করেছেন। হেমা-এষার নাচ থেকে শুরু করে শ্রেয়া, সোনুর মধুর কন্ঠ মুগ্ধ করেছে দর্শকমহলকে। গানের স্নিগ্ধাতায় ভিন্নধারার দেশাত্মবোধ খুঁজে পেয়েছে দেশবাসী। গানের কথাগুলি লিখেছেন কবিতা কৃষ্ণামূর্তি। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: পূর্ব মেদিনীপুরের বাজকুলে জনসভা শুভেন্দুর, দেখুন সরাসরি
Suvendu Adhikari Live: বিরসা মুন্ডার জন্মদিনে মহা মিছিল শুভেন্দুর, দেখুন সরাসরি
ক্যামেরা ছিনিয়ে সাংবাদিকের উপর তাণ্ডব! তীব্র বিক্ষোভ মুর্শিদাবাদের রানিতলায় | Murshidabad News Today
'দুর্নীতি করবে বলেই এরা এই প্রকল্প চালু করেছে' ট্যাব দুর্নীতিতে সরব অধীর রঞ্জন চৌধুরী
শ্মশান কালী মন্দিরে হামলা! মূর্তি ভাঙচুরে চাঞ্চল্য বারসাদভিটায়, দেখুন | Barsadbhita News Today