নিজের হাতে খাবারের বস্তা বইছেন সলমন, লকডাউনে ভাইরাল হল ভিডিও

  • খাবারের বস্তা হাতে নিয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান
  •  সলমন একা নন, তাকে এই কাজে সাহায্য করছেন জ্যাকলিন, ইউলিয়া সহ আরও অনেকে
  •  ভিডিও প্রকাশ্যে আসা মাত্রই মন ছুঁয়েছে নেটিজেনদের
  • মানবিক সলমন-এর এই রূপ নজর কেড়েছে নেটিজেনদের

 গৃহবন্দি অবস্থাতেই সমস্ত তারকারাই সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। আর এই লকডাউনে সকলেই গৃহবন্দি। করোনাকে রুখতে দ্বিতীয় দফায় লকডাউন শুরু হয়েছে। তেমনই ভাইজানও রয়েছেন সেই প্রথমসারির তালিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সলমন একের পর এক ভিডিও শেয়ার করেছেন যা মুহূর্তের মধ্যে দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে।  সম্প্রতি প্রকাশ্যে এসেছে এমনই এক ভিডিও যা মুহূর্তের মন ছুঁয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন-ইরফানকে ঈর্ষা করতেন নাসিরুদ্দিন, স্বীকার করলেই নিজেই...

Latest Videos

সম্প্রতি ভিডিওটিতে দেখা গেছে খাবারের বস্তা হাতে নিয়ে ব্যস্ত রয়েছেন ভাইজান। তবে শুধু সলমন একা নন, তাকে এই কাজে সাহায্য করছেন জ্যাকলিন, ইউলিয়া সহ আরও অনেকে। পুরো চেন সিস্টেমের মধ্যে দিয়ে একে একে হাত বদল হয়ে খাবার উঠছে গাড়িতে। মানবিক সলমন-এর এই রূপ প্রকাশ্যে আসা মাত্রই নজর কেড়েছে নেটিজেনদের। দেখে নিন ভিডিওটি।

 

 

আরও পড়ুন-যৌন জীবনে তার ফেভারিট পজিশন কী, খোলসা করেছিলেন আলিয়া...

লকডাউনে পানভেলের কোনও অসহায় মানুষ যাতে অভুক্ত না থাকে তার জন্যই এই উদ্যোগ নিয়েছেন ভাইজান। লকডাউনের জেরে পানভেলের ফার্মহাউসেই আটকে পরেছেন ভাইজান। লকডাউনের ঘোষণার আগেই গোটা পরিবারকে নিয়ে পানভেলের বাগানবাড়িতে গেছিলেন ভাইজান। লকডাউনের জেরে সেখান থেকে আর ফিরতে পারেননি। ১৫০ একর জমি জুড়ে বিস্তৃত সেই ফার্ম হাউসের মধ্যেই রয়েছে জিম, ট্রেক করার বিশেষ জায়গা।  লকডাউনের মধ্যে বান্ধবীদের নিয়ে বেশ  খোশমেজাজেই রয়েছেন ভাইজান। লকডাউনে একসঙ্গে দুই বান্ধবীর  সঙ্গে সময় কাটাচ্ছেন সলমন। সলমনের পানভেলের ফার্ম হাউসে আটকে রয়েছে জ্যাকলিন ফার্ণান্ডেজ।তবে শুধু ইউলিয়া বা জ্যাকলিনই নয়,  লকডাউনে একের পর এক ভিডিও পোস্ট করে বিনোদনের রসদ জোাগাচ্ছেন ভাইজান। যা কিনা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে। 

Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
শতবর্ষে প্রাক্তন প্রধানমন্ত্রী Atal Bihari Vajpayee, শ্রদ্ধা নিবেদন রাষ্ট্র নেতাদের | PM Modi News
'হাসিনাকে চাই! তোদের চিঠি ডাস্টবিনে ফেলে দিয়েছে ভারত' ক্ষমতা বুঝিয়ে দিলেন Suvendu Adhikari
মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari