শিখ পুলিশের ভূমিকায় এবার সলমন, শুরু হল পরবর্তী ছবির শ্যুটিং

Published : Feb 22, 2020, 12:28 PM IST
শিখ পুলিশের ভূমিকায় এবার সলমন, শুরু হল পরবর্তী ছবির শ্যুটিং

সংক্ষিপ্ত

নতুন ছবির কাজ শুরু করলেন সলমন আবারও পুলিশ অফিসারের ভূমিকায় ভাইজান এবার শিখ চরিত্রে দেখা যাবে তাঁকে নতুন ছবিতে তাক লাগালেন সলমন 

সলমন খান অভিনীত চরিত্ররাই যেন সেরা। চুলবুল পান্ডের আলাদা করে কোনও পরিচয়ের প্রয়োজন পরে না। তারই মাঝে অ্যাকশন-অভিনয়ে বাজিমাত করে দর্শকদের নজর কাড়েন ভাইজান। যদিও সব ক্ষেত্রে সেই সমীকরণটা সমান থাকে না। বছরের শেষেই মুক্তি পাওয়া দাবাং থ্রি ছবি বক্স অফিসে সেভাবে সাফল্যের মুখ দেখতে পাইনি। যদিও তা বিন্দুমাত্র প্রভাব ফেলবে পারেনি সলমন খানের ওপর। 

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও

আরও পড়ুন-লিফটের মধ্যে অন্তরঙ্গতায় মত্ত জনপ্রিয় অভিনেত্রী, নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ল সেই ভিডিও

ছবি ফ্লপের পরও সলমন খান ভক্তদের পাশে দাঁড়িয়ে বাস্তব পরিস্থিতি নিয়ে মুখ খুলেছিলেন। এই ছবির চরিত্র চুলবুল পান্ডে সলমন খান অভিনীত সর্বাধিক জনপ্রিয় পুলিশ অফিসার চরিত্র। আবারও নয়া ভূমিকায় পুলিশের উর্দি পরতে চলেছেন সলমন খান। সামনেই একাধিক ছবি মুক্তির অপেক্ষাতে রয়েছে, রাধে, মোস্ট ওয়ান্টেড ভাই, কাভি ইদ কাভি দিওয়ালি প্রভৃতি। এরই মাঝে পরবর্তী ছবির প্রস্তাব গ্রহণ করলেন সলমন খান। 

আরও পড়ুন-গায়ে রং মেখে হট ছবিতে পোজ, নেটদুনিয়ায় উঠল ঝড়

এবার আয়ুষ শর্মার সঙ্গে ছবি করতে চলেছেন সলমন খান। ছবির নাম এখনও পর্যন্ত স্থির হয়নি। তবে ছবির লুক এখনই স্থির হয়ে গিয়েছে। এখানে এবার শিখ পুলিশ অফিসারের লুকে দেখা যাবে সলমন খানকে। এর আগেও একাধিক ছবিতে পুলিশের লুকে ধরা দিয়েছেন ভাইজান, যার মধ্যে উল্লেখ যোগ্য, পাত্থার কে ফুল, গর্ভ, ওয়ান্টেড, দাবাং। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে