শুরু হয়ে গেল 'দাবাং ৩'-এর প্রি-বুকিং, খোদ জানালেন সলমন

Published : Dec 16, 2019, 04:16 PM IST
শুরু হয়ে গেল 'দাবাং ৩'-এর প্রি-বুকিং, খোদ জানালেন সলমন

সংক্ষিপ্ত

বরাবরাই ফ্যানেদের সারপ্রাইজ দিয়ে থাকেন ভাইজান ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন  শুরু হয়ে গিয়েছে  'দাবাং ৩'-এর প্রি বুকিং ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে দাবাং ফ্রাইঞ্চাইজির তৃতীয় ছবি

আর মাত্র কয়েকটা দিন। তারপরেই প্রেক্ষাগৃহে আসতে চলেছে 'দাবাং ৩'। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের কাউন্টডাউন। সলমন খান মানেই একরাশ উচ্চাশা।  বরাবরাই ফ্যানেদের সারপ্রাইজ দিয়ে থাকেন এই সুপারস্টার। এবারও তার কোনও ব্যতিক্রম হল না। মুক্তির একদম দোরগোড়ায় চলে এসেছে 'দাবাং ৩'। অপেক্ষা শুধু দেখার। 

আরও পড়ুন-সন্তান চায় রণবীর, কী প্রতিক্রিয়া দীপিকার...

বড়দিনকে আরও স্পেশ্যাল করে তুলতে ২০ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসতে চলেছে দাবাং ফ্রাইঞ্চাইজির তৃতীয় ছবি। সম্প্রতি ছবির একটি ভিডিও ট্যুইট করে সলমন জানিয়েছেন, শুরু হয়ে গিয়েছে  'দাবাং ৩'-এর প্রি বুকিং।  সিনেমার ভিডিও শুধু নয়, সলমন এবং সঞ্জয় মঞ্জরেকর টিকিটের প্রি বুকিং সেরে ফেলার অনুরোধও জানিয়েছেন।

 

আরও পড়ুন-মেহেন্দি থেকে বিয়ে প্রিয়ম- শুভজিতের, মিস করেননি তো আপনি...

'দাবাং' ছবির পরপর দুটি সিক্যুয়েল হিট করলেও চুলবুল পান্ডে কীভাবে অফিসার হয়ে উঠলেন সেই কাহিনিটি এখনও অজানা। অবশেষে 'দাবাং ৩'-এর হাত ধরে সেই আক্ষেপ মিটতে চলেছ দর্শকদের। সলমনের বিপরীতে এবার দুইজন নায়িকা রয়েছেন। তার মধ্যে একজন বর্তমান আর অন্যজন অতীত। যার জন্য তিনি হয়ে উঠেছেন চুলবুল পান্ডে। 


 

PREV
click me!

Recommended Stories

কয়েক মিনিটের এই টিজার জুড়ে টান টান উত্তেজনা, মুক্তি পেল 'বর্ডার ২'-র ঝলক
বক্স অফিসে 'ধুরন্ধর'-র ঝড়, জেনে নিন কোন অভিনেতা কত পারিশ্রমিক নিলেন, রইল তালিকা