'রণবীর সত্যিই বিয়ে করছে?' খবর শুনেই তড়িঘড়ি সন্তান নেওয়ার পরামর্শ দিলেন এই অভিনেতা

Published : Apr 12, 2022, 01:32 PM IST
'রণবীর সত্যিই বিয়ে করছে?' খবর শুনেই তড়িঘড়ি সন্তান নেওয়ার পরামর্শ দিলেন এই অভিনেতা

সংক্ষিপ্ত

রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের কথা প্রায় কমবেশি সকলেরই জানা। রণবীরকে ছোটবেলা থেকেই ভালবাসেন সঞ্জয় দত্ত। অন্যদিকে আলিয়া ভাটকেও ছোট থেকে বড় হতে দেখেছেন সঞ্জয় দত্ত। এবার রণবীর ও আলিয়াও বিয়ে নিয়ে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হলে মুখে তৃপ্তির  হাসি দেখা গেল সঞ্জয়ের। দুজনকেই অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্ত, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ উপদেশও দিয়েছেন মুন্নাভাই। সঞ্জয় জানান, বিয়ে হল এমন এক অঙ্গীকার যেখানে একসঙ্গে জুড়ে থাকার ও দীর্ঘপথ চলার। বিয়ের পর ওদের খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া উচিত। এবং রণবীর ও আলিয়া যেন হাসিমুখে  নিজেদের প্রতিশ্রুতি পালন করে আমি সেই কামনাই করব। একসঙ্গে জীবনে চলতে গেলে সমস্যা তো হবেই। কারণ জীবনের পথ কখনওই মসৃণ নয়। তবে সবসময় রেলগাড়ি ছোটালে তা হবে না। সংঘাতের সময়ে একজনকে পিছিয়ে আসতে হবে। কারণ মনে রাখতে হবে  অনেক পথ বাকি। আনন্দ-উচ্ছ্বাস-দুঃখ সবকিছুই কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে হবে। এর নামই বিবাহ।  সঞ্জয়ের এই মন্তব্যে ভক্তরা আপ্লুত।

রণবীরের ক্যাসানোভা ইমেজের কথা প্রায় সকলেরই জানা। ছোট বয়স থেকেই একাধিক সম্পর্কে জড়িয়েছিলেন রণবীর কাপুর। কাপুর পরিবারের চকোলেট বয় রণবীর কাপুরের একাধিক বহুল চর্চিত সম্পর্ক নিয়ে সবসময়েই সরগরম করেছে পেজ থ্রি-র পাতা।  কিন্তু কোনও সম্পর্কই শেষমেষ টেকেনি। অবশেষে আলিয়ার সঙ্গেই বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর কাপুর। যদিও এই বিয়ে নিয়ে কেচ্ছার শেষ নেই। প্রতিমুহুর্তেই যেন বিয়ের দিনক্ষণ বদলে যাচ্ছে রণবীর-আলিয়ার। আদৌ বিয়ের পিঁড়িতে বসছেন তো, এই প্রশ্নও উঠে আসছে আনাচে-কানাচে। সম্প্রতি রণবীর ও আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুলেন বলিউডের মুন্নাভাই সঞ্জয় দত্ত। একগাল হাসি নিয়ে সঞ্জয় দত্তের মুখে শোনা গেল, 'রণবীর সত্যিই বিয়ে করছে তাহলে?'  নতুন ছবি 'কেজিএফ-২'-এর প্রচার নিয়ে ব্যস্ত রয়েছেন মুন্নাভাই । এর ফাঁকেই রণবীর আলিয়ার বিয়ে নিয়ে মুখ খুললেন সঞ্জু বাবা।

রণবীর কাপুরের সঙ্গে সঞ্জয় দত্তের সম্পর্কের কথা প্রায় কমবেশি সকলেরই জানা। রণবীরকে ছোটবেলা থেকেই ভালবাসেন সঞ্জয় দত্ত। অন্যদিকে আলিয়া ভাটকেও ছোট থেকে বড় হতে দেখেছেন সঞ্জয় দত্ত। এবার রণবীর ও আলিয়াও বিয়ে নিয়ে সঞ্জয় দত্তকে প্রশ্ন করা হলে মুখে তৃপ্তির  হাসি দেখা গেল সঞ্জয়ের। দুজনকেই অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্ত, পাশাপাশি কিছু গুরুত্বপূর্ণ উপদেশও দিয়েছেন মুন্নাভাই। সঞ্জয় জানান, বিয়ে হল এমন এক অঙ্গীকার যেখানে একসঙ্গে জুড়ে থাকার ও দীর্ঘপথ চলার। বিয়ের পর ওদের খুব তাড়াতাড়ি বাচ্চা নিয়ে নেওয়া উচিত। এবং রণবীর ও আলিয়া যেন হাসিমুখে  নিজেদের প্রতিশ্রুতি পালন করে আমি সেই কামনাই করব। একসঙ্গে জীবনে চলতে গেলে সমস্যা তো হবেই। কারণ জীবনের পথ কখনওই মসৃণ নয়। তবে সবসময় রেলগাড়ি ছোটালে তা হবে না। সংঘাতের সময়ে একজনকে পিছিয়ে আসতে হবে। কারণ মনে রাখতে হবে  অনেক পথ বাকি। আনন্দ-উচ্ছ্বাস-দুঃখ সবকিছুই কাঁধে কাঁধ মিলিয়ে ভাগ করে নিতে হবে। এর নামই বিবাহ।  সঞ্জয়ের এই মন্তব্যে ভক্তরা আপ্লুত।

 

রণবীর আলিয়ার বিয়ের তারিখ পে তারিখ নিয়েও জল্পনার শেষ নেই। ১৩-১৪-১৭ এপ্রিল নিয়ে জল্পনার শেষ নেই। এবার শোনা যাচ্ছে এই তিনদিনের কোনওটাতেই বসছে না রালিয়া জুটির বিয়ের আসর। সূত্র বলছে বাঙালি নববর্ষের দিনই বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট। একাধিক তারিখ নিয়ে জোর জল্পনা চলছে বলিউডের অন্দরে। এবার  শোনা যাচ্ছে বৈশাখের প্রথম রাতে রণবীরের গলায় মালা দিতে চলেছেন আলিয়া ভাট। তবে কি শুধুই বৈশাখী, বাঙালি নববর্ষের ছোঁয়াও থাকছে বলি তারকাদের বিয়ের লগ্নে। ১৫ এপ্রিল রাতেই গাটছড়া বাঁধতে চলেছেন রণবীর ও আলিয়া ভাট।

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে দর্শকদের মন কেড়েছে এই ১০টি OTT রিলিজ, দেখে নিন এক ঝলকে
বলিউডের 'হি-ম্যান' ধর্মেন্দ্রর জন্মদিনে বিশেষ শ্রদ্ধা ববি দেওলের, কী লিখলেন অভিনেতা?