আরিয়ান ও সুহানা ভবিষ্যতে কী করবে! সন্তানদের কী পরামর্শ দিচ্ছেন শাহরুখ

  • বলিউডে আসার অনেক আগে থেকেই খ্যাতির আলো পেয়ে গিয়েছেন আরিয়ান ও সুহানা খান
  • সুহানা ও আরিয়ান দুজনেই অভিনয় জগতে আসতে চান
  • কিং খান জানান বলিউড ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তিনি সুহানা ও আরিয়ানকে কী পরামর্শ দেন
swaralipi dasgupta | Published : Aug 10, 2019 10:37 AM IST

বলিউডে আসার অনেক আগে থেকেই খ্যাতির আলো পেয়ে গিয়েছেন আরিয়ান ও সুহানা খান। শাহরুখও বিভিন্ন সংবাদমাধ্যমের কাছে একাধিকবার বলেছেন, সুহানা ও আরিয়ান দুজনেই অভিনয় জগতে আসবেন। সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সামনে  শাহরুখ ছেলেমেয়েদের নিয়ে কথা বলেন। কিং খান জানান বলিউড ইন্ডাস্ট্রিতে থাকার জন্য তিনি সুহানা ও আরিয়ানকে কী পরামর্শ দেন। 

শাহরুখ জানান, তিনি কিছুদিন আগেই রবি বর্মার কাছে আরিয়ানকে নিয়ে গিয়েছিলেন। কী ভাবে হ্যান্ড-হেল্ড ক্যামেরা ব্যবহার করতে হয়, আরিয়ান তা শেখে সেখানে। এছাড়া সুহানার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও কথা বলেন এসআরকে। সুহানা সম্প্রতি লন্ডন থেকে স্কুলের পড়াশোনা শেষ করেছে। এবার সে নিউ ইয়র্কে উচ্চশিক্ষার জন্য যাবে বলে জানান কিং খান। 

Latest Videos

আরও পড়ুনঃ জাতীয় পুরষ্কার পেয়েছেন দুজনই! ভিকিকে কী বললেন আয়ুষ্মান

শাহরুখ আরিয়ান সম্পর্কে বলেন, আরিয়ান চিত্র পরিচালক হতে চায়। আমরা বন্ধুর মতো। তাই আমি বলেছি চলচ্চিত্র সম্পর্কিত যে কোনও বিষয়ই সে শিখতে পারে। তাই রবির সঙ্গে দেখা করে ওকে হ্যান্ডহেল্ড ক্যামেরা ব্যবহার করা শেখাচ্ছিলাম। 

সুহানার সম্পর্কে এসআরকে বলেন, সুহানা অভিনয় করতে চায়। ও এই মুহূর্তে এডিনবার্গে ফ্রেঞ্চ ফেস্টিভালে রয়েছে। মঞ্চে থিয়েটার করছে। ও মুখাভিনয় করছে।

দুজনকে কী পরামর্শ দেন শাহরুখ, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি চাই ওরা এমন কিছু করুক যা বড় পরিবর্তন আনতে পারে। ভুল হলে হোক। কিন্তু ওরা যেন বড় কিছু করে। 

Share this article
click me!

Latest Videos

উপনির্বাচনে হার! কি বললেন শুভেন্দু! দেখুন #shorts #suvenduadhikari
ইয়ার্কি হচ্ছে! এতদিন ধরে বালু পাচার হচ্ছে আর উনি জানেন না! Mamata-কে তুলোধোনা Sukanta-র
Live : India vs Australia: রাহুল-যশস্বীর ব্যাটে জয়ের স্বপ্ন, অস্ট্রেলিয়া সফরের শুরুতেই দাপট
ভেঙে পড়ার কারন নেই! কেন BJP-র হার, জানালেন শুভেন্দু | Suvendu Adhikari | BJP News
রুগী মৃত্যু কে কেন্দ্র করে Doctor ও Nurse-দের উপর আক্রমণ, শুনুন সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা