অবশেষে এল সুখবর, ফাঁস হল শাহরুখের নতুন ছবির নাম, অ্যাকশন টিজার দেখেই আপ্লুত কিং খানের ভক্তরা

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার বাদশা ভক্তদের জন্য সুখবর। তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত ছবিতেই অভিনয় করছেন শাহরুখ খান, সেকথা সকলেরই জানা ছিল। তবে ছবির নাম নিয়ে ছিল দীর্ঘ জল্পনা। একেরবার একেক নাম শোনা গেলেও নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। এমনকী  পরিচালক আতলি কুমার থেকে অভিনেতা শাহরুখও মুখে কুলুপ এটেছেন। এবার সমস্ত জল্পনার অবসান হল। অবশেষে প্রকাশ্য় এল শাহরুখের নতুন ছবির নাম। তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত ছবির নাম 'জওয়ান'। এই অ্যাকশন ছবির হাত ধরেই বলিউডে নতুন জুটিকে দেখতে পাবে দর্শক। শাহরুখের বিপরীতে নয়নতারাকে দেখা যাবে ছবিতে।
 

কিছুদিন আগেই মন্নতে এবং কিং খানের পরিবারে ঘোর অন্ধকার নেমে এসেছিল। এক নিমেষে আলোয় ঝলমল মন্নতের সুখ-শান্তি নষ্ট হয়ে গিয়েছিল।  ছেলে আরিয়ান খান মাদক মামলায় শিরোনামে উঠে এসেছিলেন শাহরুখ খান। নিজের দীর্ঘদিনের কেরিয়ারে আদালত-কাঠগড়ায় না যেতে হলেও ছেলের জন্য জেলের বদ্ধ কুটুরিতেও পা রাখতে হয়েছিল শাহরুখ খানকে। তবে আরিয়ান খান মাদক মামলা এখন অতীত। সম্প্রতি সেই  মাদক মামলায় ক্লিনচিট পেয়েছেন  আরিয়ান খান। আরিয়ান খান মাদক মামলায় স্বস্তি পাওয়ার পরই ফের নিজের ট্র্যাকে ফিরেছেন বলিউডের বাদশা শাহরুখ খান ।   'ফ্যান '-ছবিতেই শেষবারের মতো দেখা গিয়েছিল শাহরুখ খানকে। মাঝে চারটে বছর কেটে গেলেও কোনও ছবিতে তার দেখা মেলেনি।  কবে দেখা যাবে বাদশাকে,সেই অপেক্ষায় মুখিয়ে ছিলেন ভক্তরা। 

দীর্ঘদিনের অপেক্ষার অবসান। এবার বাদশা ভক্তদের জন্য সুখবর। তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত ছবিতেই অভিনয় করছেন শাহরুখ খান, সেকথা সকলেরই জানা ছিল। তবে ছবির নাম নিয়ে ছিল দীর্ঘ জল্পনা। একেরবার একেক নাম শোনা গেলেও নিশ্চিত কোনও খবর পাওয়া যায়নি। এমনকী  পরিচালক আতলি কুমার থেকে অভিনেতা শাহরুখও মুখে কুলুপ এটেছেন। এবার সমস্ত জল্পনার অবসান হল। অবশেষে প্রকাশ্য় এল শাহরুখের নতুন ছবির নাম। তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত ছবির নাম 'জওয়ান'। এই অ্যাকশন ছবির হাত ধরেই বলিউডে নতুন জুটিকে দেখতে পাবে দর্শক। শাহরুখের বিপরীতে নয়নতারাকে দেখা যাবে ছবিতে।

Latest Videos

 

 

দক্ষিণের গন্ডি পেরিয়ে এই ছবির মাধ্যমেই বলিউডে হাতে খড়ি  হতে চলেছে পরিচালকের।  ছবির প্রথম ঝলক ইনস্টাগ্রামে শেয়ার করেছেন শাহরুখ খান । যেখানে বন্দুক হাতে দেখা মিলেছে কিং খানের। তবে শাহরুখের এই লুক দেখে ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। একটা চোখ থেকে মাথা কাপড়ে জড়ানো, আর অন্য একটি চোখ খোলা। এইভাবে ভক্তদের চমকে দিয়েছেন কিং খান।  বলিউডের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে, ছবিতে দ্বৈত চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। বাবা এবং ছেলের চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকে। শোনা যাচ্ছে তার জন্য প্রন্থেটিক মেক-আপ করতে দেখা যেতে পারে শাহরুখকে।  ২০২৩ সালের ২ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে শাহরুখ অভিনীত 'জওয়ান'।গত চার বছর ধরে বড়পর্দায় দেখা  যায়নি শাহরুখ খানকে। 'ফ্যান '-ছবির পর থেকেই নিজেকে বড় পর্দা থেকে সরিয়ে রেখেছিলেন শাহরুখ খান।  তারপর থেকে একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছে জীবন। এবার নিজের ছবির কাজে মন দিয়েছেন অভিনেতা। বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে টানটান উত্তেজনা সর্বদাই তুঙ্গে। সোশ্যাল মিডিয়া একটা কিছু ভাইরাল হতেই ভক্তদের উত্তেজনার শেষ নেই। বয়স ৫০ পেরোলেই তার প্রতি দর্শকদের ভালবাসা যেন সকলকে অবাক করে দেয়। আসমুদ্র হিমাচল জুড়েই রয়েছে শাহরুখের অগণিত ভক্ত। সকলেই তাকে একঝলক দেখার জন্য মুখিয়ে রয়েছেন। এবার ফ্যানেদের সেই ইচ্ছাপূরণ করতেই বড়পর্দায় আসছেন শাহরুখ খান। ২০২৩ সালের জানুয়ারি মাসেই  মুক্তি পেতে চলেছে শাহরুখ অভিনীত ছবি  'পাঠান '। ছবিতে শাহরুখের বিপরীতে দীপিকাকে দেখা যাবে।
 

আরও পড়ুন-'ছোট স্তন নয়, বুকের সাইজ আরও ডবল বাড়াতে হবে', চরম হেনস্তার মুখে পড়েছিলেন অনন্যা

আরও পড়ুন-কালারফুল বিকিনিতে স্পষ্ট বিভাজিকা, সুইমিংপুলের নীল জলে আগুন জ্বালালেন সুপারহট সারা

আরও পড়ুন-হৃদযন্ত্রে মারণ রোগের বাসা বেঁধেছিল আগেই, মৃত্যুর দিনও ১০ রকমের ওষুধ খেয়েছিলেন কেকে, বাড়ছে ধোঁয়াশা

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

Suvendu Adhikari Live: এগরায় জনসভা শুভেন্দুর, কী বার্তা, দেখুন সরাসরি
Dev Adhikari : এবার কী আসছে খাদান ২? খাদান সাফল্য পেতেই বড়সড় ঘোষণা দেব-যীশুদের
শুভেন্দুকে পাল্টা দিতে গিয়ে হাসির খোরাক বাংলাদেশের এই নেতা | Suvendu Adhikari | Bangladesh News
Narendra Modi : 'কুয়েত যেন মিনি হিন্দুস্তান', কুয়েত সফরে এসে কেন বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী?
Narendra Modi : কুয়েতের সঙ্গে সম্পর্কে জোর ভারতের, দেখুন কী বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী