'চিরকাল আমাদের সঙ্গে থাকবে তুমি', প্রিয়জনকে হারিয়ে শোকপ্রকাশ শাহরুখের

Published : May 16, 2020, 03:18 PM ISTUpdated : May 17, 2020, 01:39 AM IST
'চিরকাল আমাদের সঙ্গে থাকবে তুমি', প্রিয়জনকে হারিয়ে শোকপ্রকাশ শাহরুখের

সংক্ষিপ্ত

রেড চিলিস এন্টারটেনমেন্টের কর্মচারীর মৃত্যুতে শোকপ্রকাশ শাহরুখের। ট্যুইটারে শাহরুখ খান তাঁর অভিজিতের ছবি শেয়ার করে শোকপ্রকাশ করেছেন। তাঁর বিশ্বাসী সেই কর্মচারীর মৃত্যুতে শোকের ছায়া মন্নতে।

রেড চিলিস এন্টারটেনমেন্টের কর্মচারী অভিজিতের মৃত্যুতে শোকের ছায়া শাহরুখের পরিবারে। শাহরুখ খানের অত্যন্ত বিশ্বাসী একজন কর্মচারী ছিলেন অভিজিৎ। মৃত্যুর কারণ এখনও অবশ্য জানা যায়নি। তবে চল্লিষোর্ধ্ব কর্মচারীর অকালপ্রয়াণে শোকজ্ঞাপন করেছেন কিং খান। রেড চিলিস এন্টারটেনমেন্টের ট্যুইটার পেজ থেকে অভিজিতের ছবি শেয়ার করে শোকপ্রকাশ করা হয়েছে। সেই পোস্ট শেয়ার করে শাহরুখ জানান, তিনি তাঁর অত্যন্ত বিশ্বাসী এখজন সাথীকে হারালেন।

আরও পড়ুনঃদেড়শো জনের লাইনে দাঁড়িয়ে অডিশন থেকে ছিটকে যাওয়া, শাহরুখ খানের ফোন বদলে দিল ভিকির অনুভূতি

রেড চিলিস এন্টারটেনমেন্ট যখন প্রথম প্রথম বিনোদনের জগতে পা রাখে সেই সময় অভিজিৎ কাজ শুরু করেন এই প্রযোজনা সংস্থার সঙ্গে। শাহরুখের কেবল বিশ্বাসী একজন কর্মচারী নন পরিবারের সদস্যের মতও ছিলেন অভিজিৎ। প্রথম সকল ছবির সঙ্গে যুক্ত ছিলেন অভিজিৎ। তাঁকে হারানো মানে রেড চিলিসের পরিবারের অতি কাছের এবং প্রিয় মানুষকে হারানো। মন্নতেও নিয়মিত যাতায়াত ছিল অভিজিতের। 

আরও পড়ুনঃক্যাটরিনার কারণে ভিকি-হারলিনের ব্রেক আপ, নেপথ্যে করণ জোহারের 'কফি উইথ করণ

 

 

শাহরুখ ট্যুইটারে লিখেছেন, "আমরা একসঙ্গে বিনোদনের জগতে ড্রিমস আনলিমিটেডের হাত ধরে ছবি তৈরি করা শুরু করেছিলাম। অভিজিৎ আমার সবচেয়ে বিশ্বাসী এবং শক্তিশালী একজন বন্ধু ছিলেন। আমরা খারাপ ভাল সব একসঙ্গে দেখেছি। তবে আমাদের টিমের পরিশ্রমের জন্য আজ আমরা এতদূর এগিয়েছি। রেড চিলিসের প্রত্যেক কর্মচারীকে নিজের পরিবারের সদস্যের মত দেখতে তুমি। সারাজীবন তুমি থাকবে আমাদের মনে।"

আরও পড়ুনঃশরীরে কীভাবে থাবা বসায় করোনা, জানালেন বিশেষজ্ঞরা

আরও পড়ুনঃকী করে করোনার হাত থেকে রক্ষা করবেন আপনার বাড়ির বয়স্ক সদস্যদের, রইল তারই টিপস

আরও পড়ুনঃসাবধান, করোনা আতঙ্কের মধ্যে এই কাজ করলেই হতে পারে জেল

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?