আলি নয়, ছোট্ট শাহরুখ-কে নিজের 'প্রথম প্রেম' বলে দাবি রিচার, মন্তব্যে তোলপাড় নেটদুনিয়া

বলিউডের বাদশা তখন স্কুলবয়। শাহরুখের  স্কুল জীবনের ছবিতে ভক্ত থেকে সেলিব্রিটিরা কেউ কমেন্ট করতে বাকি নেই। স্কুলবয়কে দেখে নিজেকে আর সামলাতে পারেননি বলিউড নায়িকা রিচা চাড্ডা। শাহরুখের ছবির কমেন্ট বক্সে গিয়ে সোজাসুজি নিজের প্রথম প্রেম বলে দাবি করেছেন রিচা। তবে অভিনেত্রী দাবি শুনেই তোলপাড় সোশ্যাল মিডিয়া। 

বলিউডের বাদশা শাহরুখ খানকে নিয়ে টানটান উত্তেজনা সর্বদাই তুঙ্গে। সোশ্যাল মিডিয়া একটা কিছু ভাইরাল হতেই ভক্তদের উত্তেজনার শেষ নেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে শাহরুখের স্কুল জীবনের ছবি। ছবিতে শাহরুখকে স্কুলের ইউনিফর্ম পরে অন্যান্য বন্ধুদের সঙ্গে খোশমেজাজে আড্ডা মারতে দেখা গেছে। ছবি পোস্ট হতেই তা নিমেষে ভাইরাল হয়েছে। সোশ্যাল মিডিয়ায় শাহরুখ খানের এক ভক্ত এই ছবি পোস্ট করে লিখেছেন যে বলিউডের বাদশা হয়ে ওঠার স্বপ্ন দেখছে এক স্কুল পড়ুয়া। 

 

Latest Videos

 

আরও পড়ুন-'One Night Stand'-এর চেয়েও জঘন্য নিম্ন মানের ছবিতে অভিনয়, নিজেকে নিয়ে আজও আফসোস নীনার

আরও পড়ুন-তিরুপতিতে বিয়ে থেকে ব্যাচেলর পার্টি, সবটা একাই রাতারাতি ঠিক করে ফেলেছেন জাহ্নবী, পাত্র কে

আরও পড়ুন-বুক চেরা জ্যাকেটে স্পষ্ট 'অন্তর্বাস', ঠিকরে বেরোচ্ছে স্তনের একাংশ, মালাইকাকে দেখে রেগে আগুন ভক্তরা

 

বলিউডের বাদশা তখন স্কুলবয়। শাহরুখের  স্কুল জীবনের ছবিতে ভক্ত থেকে সেলিব্রিটিরা কেউ কমেন্ট করতে বাকি নেই। স্কুলবয়কে দেখে নিজেকে আর সামলাতে পারেননি বলিউড নায়িকা রিচা চাড্ডা। শাহরুখের ছবির কমেন্ট বক্সে গিয়ে সোজাসুজি নিজের প্রথম প্রেম বলে দাবি করেছেন রিচা। তবে অভিনেত্রী দাবি শুনেই তোলপাড় সোশ্যাল মিডিয়া।

 

শাহরুখের ছবিতে রিচার ফার্স্ট লাভ কমেন্ট দেখেই এক ভক্ত পাল্টা অভিনেত্রীকে প্রশ্ন করেছেন,  'আগে তো জানতাম রাহুল দ্রাবিড় আপনার প্রথম প্রেম '। যদিও ভক্তের প্রশ্নে  গ্যাংস অফ ওয়াসিপুর খ্যাত রিচা জানিয়েছেন,  'রাহুল দ্রাবিড়ের আগেও শাহরুখ খান '। তবে আলি ফজলের আগে থেকেই কি শাহরুখকেই ভালবাসতেন রিচা, উঠেছে এই প্রশ্নও। বর্তমানে প্রায় বছর তিনেক পর ফের বড়পর্দায় ফিরতে চলেছেন শাহরুখ খান। খুব শীঘ্রই  'পাঠান ' ছবিতে দেখা যাবে অভিনেতাকে। ছবিতে দীপিকার সঙ্গে ফের দেখা যাবে শাহরুখকে। ২০১৮ সালে শেষবারের মতো বড়পর্দায় দেখা গিয়েছিল শাহরুখ খানকে। অন্যদিকে  'ডার্লিংস ' ছবিটিও প্রযোজনা করছেন শাহরুখ খান। গত মাসেই বলি ইন্ডাস্ট্রিতে ২৯ বছরের অভিনয় জীবন সম্পূর্ণ করেন শাহরুখ খান। সেই উপলক্ষ্যে আস্ক মি এনিথিং নামে টুইটার সেশনও করেছিলেন।

 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
North Sonarpur Book Fair 2024: উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today