টক শো-তে অতিথি হিসাবে কিং খান, সঞ্চালনায় ডেভিড লেটারম্যান

  • ডেভিড লেটারম্যানের সঞ্চালনায় নেটফ্লিক্সে শুরু হতে চলেছে টক শো
  • 'মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন'-এ প্রথমদিনই অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহরুখ খান
  • সম্প্রতি মুক্তি পেয়েছে এই শো টির টিজার
  • ২৫ অক্টোবর দেখা যাবে শো টি  

নেটফ্লিক্সে টক শো-এর অতিথি হিসাবে এবার কিং খান। 'মাই নেক্সড গেস্ট নিডস নো ইন্ট্রোডাকশন'-এ প্রথমদিনই অতিথি হিসাবে উপস্থিত থাকবেন শাহরুখ খান। শো টি সঞ্চালক ডেভিড লেটারম্যান।  সম্প্রতি মুক্তি পেয়েছে এই শো টির টিজার। ২৫ অক্টোবর নেটফ্লিক্সে দেখা যাবে শো টি। 

টিজারটিতে বিভিন্ন রকমের দৃশ্য ধরা পড়েছে। ডেভিড লেটারম্যান শাহরুখ-কে বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা বলে উল্লেখ করেছেন। শাহরুখ-এর পরিবারের সঙ্গে ইদ পালন করেন ডেভিড লেটারম্যান। এমনকী শাহরুখ তাঁকে নিজে হাতে ইতালিয়ান খাবার বানিয়েও খায়িয়েছেন। বাদশা-র সঙ্গে কাটানো নানা মুর্হুত উঠে এসেছে। শাহরুখের কথায় তাঁর মত একজন মানুষের সঙ্গে সময় কাটানো দারুণ ব্যাপার। অন্যদিকে ডেভিডও জানিয়েছেন শাহরুখের সঙ্গে কাটানো সময়গুলি তাঁর জীবনের অন্যতম সেরা মুর্হুত। এছাড়া শাহরুখের সঙ্গে তাঁর বিখ্যাত পোজও দিতে দেখা গেছে তাঁকে। 

Latest Videos

 

যদিও অল্প সময়ের টিজারটি থেকে বিশেষ কিছু জানা যায়নি, বাকি সবকিছুর উত্তর পেতে হলে অবশ্যই চোখ রাখতে হবে ২৫ অক্টোবর নেটফ্লিক্স-এর পর্দায়। প্রসঙ্গত শাহরুখ খান-কে শেষ বার দেখা গিয়েছে 'জিরো'তে। আপাতত তিনি ব্যস্ত ওয়েব সিরিজ নিয়ে, যা নেটফ্লিক্সে-র পর্দায় দেখা গিয়েছে। সিরিজটিতে অভিনয় করেছেন ইমরান হাসমি। 

Share this article
click me!

Latest Videos

'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
Suvendu Adhikari Live : শতবর্ষে অটল বিহারী বাজপেয়ী, শ্রদ্ধার্ঘ্য নিবেদন শুভেন্দু অধিকারীর
North Sonarpur Book Fair 2024: উত্তর সোনারপুর বইমেলা শুরু! ছোটদের বইমুখী করতে নতুন চমক, দেখুন
২ মাস ধরে নেই বেতন! পরিবার সামলাতে হিমশিম, Chinsurah-এ পৌরকর্মীদের বিক্ষোভে থমথমে গোটা এলাকা
কেউ পেয়েছে ২০০, কেউ ৫০! মালদায় গাছ থেকে টাকার বৃষ্টি! ব্যাপারটা কি | Malda News Today