বিহারে বন্যা দুর্গতের পাশে বিগ-বি, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

Published : Oct 10, 2019, 12:54 PM IST
বিহারে বন্যা দুর্গতের পাশে বিগ-বি, বাড়িয়ে দিলেন সাহায্যের হাত

সংক্ষিপ্ত

বন্যার জেরে ক্ষতিগ্রস্ত পাটনাসহ বিহারের একাধিক জায়গা বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার সেই অনুরোধেই সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অমিতাভ বচ্চন বিহারের বন্যা দুর্গতদের জন্য ৫১ লক্ষের অনুদান দেন তিনি

বন্যার জেরে ক্ষতিগ্রস্ত পাটনাসহ বিহারের একাধিক জায়গা। বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার। সেই অনুরোধেই সাড়া দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দেন অমিতাভ বচ্চন। বিহারের বন্যা দুর্গতদের জন্য ৫১ লক্ষের অনুদান দেন তিনি।

একাধিক বার সমাজকল্যানমূলক কাজে যুক্ত হতে দেখা গিয়েছে বিগ-বি কে। এবারেও একইভাবে বাড়িয়ে দিয়েছেন সাহায্যের হাত। বন্যার ফলে ক্ষতিগ্রস্থ পরিবারগুলির পাশে দাঁড়িয়েছেন তিনি। একইসঙ্গে তাঁদের জন্য সহমর্মিতাও জানিয়েছেন তিনি। কথা দিয়েছে তাঁদের পাশে থাকারও। একইসঙ্গে বাকি সকলকেও বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ করেছেন তিনি।

এর আগেও বিহারে দু'হাজারের বেশি কৃষক পরিবারকে সাহায্য করেছিলেন অমিতাভ বচ্চন। সেই সময় স্যোশাল মিডিয়ায় নিজেই লিখেছিলেন তাঁর নিজের অভিজ্ঞতার কথা। বিগ-বি-র এই মানবিকতায় আপ্লুত বিহারের পরিবারগুলো।
 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে