ঋণের দায়ে জর্জরিত শিল্পার পরিবার, আর্থিক প্রতারণার দায়ে হাজিরার নির্দেশ দিল আদালত

বলিউডের শিরোনামে সর্বদাই রয়েছেন বলি নায়িকা শিল্পা শেট্টি। আর্থিক প্রতারণার অভিযোগে ফের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে শিল্পা শেট্টি একা নন, তার মা সুনন্দা শেট্টি, বোন শমিতা শেট্টির বিরুদ্ধে উঠল এবার ঋনের অভিযোগ। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় মা বোন সহ শিল্পা শেট্টিকে হাজিরার নির্দেশ দিল আন্ধেরির আদালত।  ফের আইনি সমস্যায় জড়ালেন শিল্পা শেট্টি। আর্থিক প্রতারণার দায়ে শিল্পা শেট্টি  ও তার বোন শমিতা শেট্টি, এবং মা-কে তলব করল আন্ধেরি  আদালত। সূত্র থেকে জানা গেছে, সময়মতো ,লোন পরিশোধ করতে পারেনি শিল্পার পরিবার, সেই কারণেই ২৮ ফেব্রুয়ারি তাদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।
 

বলিউডের শিরোনামে সর্বদাই রয়েছেন বলি নায়িকা শিল্পা শেট্টি (Shilpa Shetty)  । আর্থিক প্রতারণার অভিযোগে ফের শিরোনামে উঠে এলেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। তবে শিল্পা শেট্টি একা নন, তার মা সুনন্দা শেট্টি, বোন শমিতা শেট্টির বিরুদ্ধে উঠল এবার ঋনের অভিযোগ। সময় মতো ঋণ পরিশোধ করতে না পারায় মা বোন সহ শিল্পা শেট্টিকে হাজিরার নির্দেশ দিল আন্ধেরির আদালত।  ফের আইনি সমস্যায় জড়ালেন শিল্পা শেট্টি। আর্থিক প্রতারণার দায়ে শিল্পা শেট্টি  (Shilpa Shetty) ও তার বোন শমিতা শেট্টি (Shamita Shetty), এবং মা-কে তলব করল আন্ধেরি  আদালত (Andheri Court)। সূত্র থেকে জানা গেছে, সময়মতো ,লোন পরিশোধ করতে পারেনি শিল্পার পরিবার, সেই কারণেই ২৮ ফেব্রুয়ারি তাদের হাজিরা দেওয়ার কথা বলা হয়েছে।

সম্প্রতি একজন গাড়ি ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতেই তাদের তিনজনকে হাজিরার নির্দেশ দিয়েছে মুম্বইয়ের আন্ধেরির আদালত। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছেস পারহাদ ফিরোজ নামের এক গাড়ি ব্যবসায়ী মুম্বইয়ের জুহু থানায় অভিনেত্রী (Shilpa Shetty)  শিল্পা, শমিতা ও তাদের মা সুনন্দা শেট্টির (Sunanda Shetty)নামে আর্থিক প্রতারণার অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানিয়েছেন, ২০১৫ সালে শিল্পার বাবা সুরেন্দ্র শেট্টি তার বাণিজ্যিক প্রতিষ্ঠানের জন্য ২১ লক্ষ টাকা ঋণ নেন। এবং সেই সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ২০১৭ সালের মধ্যে এই ঋণ তিনি শোধ করবেন। বর্তমানে শিল্পার বাবা বেঁচে না থাকলেও সেই প্রতিষ্ঠানের অংশীদার শিল্পা শেট্টি ও তার মা ও বোন। তবে শিল্পা , শমিতা ও তার মা নাকি সেই টাকা দিতে অস্বীকার করেছেন বলে দাবি করেছেন ওই ব্যবসায়ী। পারহাদের অভিযোগের ভিত্তিতেই আগামী ২৮ ফেব্রুয়ারি শিল্পা ও তার মা ও বোনকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত (Andheri Court)। যদিও পুরো বিষয়ট নিয়ে স্পিকটি নট শিল্পা ও তার পরিবার।

Latest Videos

আরও পড়ুন-বৃষ্টিভেজা চুমুর দৃশ্যে যৌন শিহরণ, 'কিস ডে'-তে চিনে নিন বলিউডের 'সিরিয়াল কিসার'-কে

আরও পড়ুন-ঠোঁটে ঠোঁট লাগিয়ে খুল্লামখুল্লা চুম্বন, প্রকাশ্যে চুমু খেতে গিয়েই হাতেনাতে ধরা পড়েছিলেন এই তারকারা

আরও পড়ুন-ঠোঁটঠাসা গাঢ় চুম্বন, 'কিস ডে'-তে রইল বলিউডের সাড়া জাগানো আইকনিক চুম্বন দৃশ্য

গত বছরও পর্নকান্ডে গ্রেফতার হওয়ার পর থেকেই যেন আরও বেশি করে চর্চায় রয়েছেন বলিউডের তারকা দম্পতি  (Raj Kundra) রাজ কুন্দ্রা ও শিল্পা শেট্টি (Shilpa Shetty)।গত  বছর ১৯ জুলাই স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির শুটিংয়ের ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকেই  মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন শিল্পা শেট্টি। রাজের গ্রেফতারির পর থেকেই  নিজেকে মিডিয়া থেকে প্রায় গুটিয়ে নিয়েছিলেন শিল্পা শেট্টি।  পর্নকান্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় ২ মাস পর জামিন পেয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছিলেন রাজ ও শিল্পা। ফের আবারও আইনি জটিলতায় জড়ালেন বলি নায়িকা। দিনকয়েক আগে কোটি কোটি টাকার সম্পত্তি, জুহুর ফ্ল্যাট, বাড়ি স্ত্রী শিল্পার নামে করে দিয়েছেন রাজ কুন্দ্রা। সংবাদমাধ্যম থেকে জানা গেছে প্রায় ৩৮ কোটি ৫০ লক্ষ টাকার সম্পত্তি স্ত্রী শিল্পার নামে লিখে দিয়েছেন ব্যবসায়ী রাজ কুন্দ্রা। নথিগুলি থেকে জানা গিয়েছে,  জুহুতে অবস্থিত ওশান ভিউ নামের বিল্ডিংয়ের মোট ৫ টি ফ্ল্যাট এবং পুরো বেসমেন্টটাই শিল্পার নামে হস্তান্তরিত করেছেন রাজ কুন্দ্রা। 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

প্রয়াগে ডুব দিয়ে পবিত্র স্নান সারলেন যোগী আদিত্যনাথ | CM Yogi | Prayagraj | Mahakumbh 2025 |
'Mamata Banerjee-র জন্যই অভয়ার এই অবস্থা' বলতে গিয়ে এ কী বললেন Suvendu Adhikari, দেখুন
শুভেন্দুর বিরাট ঘোষণা! সোনাচূড়ার আড়াই বিঘা জমিতে হবে বিশাল Ram Mandir | Suvendu Adhikari
'সনাতনী সম্মেলন'-এ Suvendu Adhikari-র বিশেষ বার্তা, দেখুন সরাসরি
‘RG Kar-র তথ্য প্রমাণ Mamata Banerjee-র নির্দেশে লোপাট হয়েছে’ বিস্ফোরক Adhir Ranjan Chowdhury