ক্রিসমাস সেলিব্রেশনে ভাইরাল শিল্পা সামিরা, গোয়ায় সেট স্পেশাল পার্টি

Published : Dec 21, 2020, 10:28 AM ISTUpdated : Dec 21, 2020, 10:30 AM IST
ক্রিসমাস সেলিব্রেশনে ভাইরাল শিল্পা সামিরা, গোয়ায় সেট স্পেশাল পার্টি

সংক্ষিপ্ত

বছর শেষে স্বস্তির পার্টি পরিবারকে নিয়ে গোয়ায় শিল্পা মুহূর্তে ভাইরাল ছবি  শেয়ার করলেন বোনের সঙ্গে বুমেরাং 

অবশেষে শেষ হতে চলেছে ভয়াবহ বছর ২০২০। সারা বছর জুড়ে সাধারণ থেকে সেলিব্রিটি সকলেই দিন গুনেছি কবে আসবে নতুন বছর। অভিশাপ থেকে মিলবে মুক্তি। হাতে মাত্র 10 দিন। এরপরই নতুন বছর আর নতুন সকাল। এই বছর শেষের সকলেই মজেছেন সেলিব্রেশনে। সকলেই পা বাড়িয়েছে ভ্রমণ পথে। আনাচে কানাচেই পরিবার নিয়ে খানিক ছুটিতে মাতছেন সেলেব মহল। 

আরও পড়ুন- পোশাক উঠতেই বেরিয়ে এল 'নিতম্ব', Yoga করতে গিয়েই কেলেঙ্কারি কান্ড ঘটালেন জ্যাকলিন

 

 

সারাবছর গৃহবন্দী, কেবল তাই নয় প্রতিমুহূর্তে ছিল প্রাণ ভয়। এই বোধহয় সংক্রমণে উঠল গেল গেল রব। না কোন ক্রমে ভয়াবহতার দিন কাটে স্বাভাবিক হচ্ছে গোটা বিশ্ব। স্বাভাবিক হচ্ছে ভারত, ধীরে ধীরে খুলছে প্রতিটি সেক্টরে দরজা। আর নাভিশ্বাস উঠে সাধারণ মানুষ পা বাড়িয়েছে ছুটির পথে। সেই তালিকায় শামিল শিল্পা শেট্টি। 

 

 

প্রাইভেট জেটে এবার পরিবারকে নিয়ে পাড়ি দিলেন শিল্পা গোয়ার পথে। ক্রিসমাসে বিচ পার্টিতে এবার হবে সেলিব্রেশন। ঝড়ের বেগে ছড়িয়ে পড়ল সেই ভিডিও। ফ্লাইট এর সামনে বোন সামিরার সঙ্গে বুমেরাং বাঁধলেন শিল্পা। তুললেন ফ্যামিলি ফটো। বছর শেষের দুই সন্তানকে নিয়ে ছুটির মেজাজে এবার ভাইরাল বলিউড হট বিভা।

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে