Shilpa Shetty: হাওয়ায় পোশাক উড়তেই ঘটল বিপত্তি, কীভাবে নিজেকে সামলালেন শিল্পা, ভাইরাল হল ভিডিও

Published : Feb 02, 2022, 10:03 PM ISTUpdated : Feb 03, 2022, 03:15 PM IST
Shilpa Shetty: হাওয়ায় পোশাক উড়তেই ঘটল বিপত্তি, কীভাবে নিজেকে সামলালেন শিল্পা, ভাইরাল হল ভিডিও

সংক্ষিপ্ত

বোন শমিতা শেট্টির জন্মদিনে স্বামী ও পরিবারের সঙ্গে রেস্তোরাঁর বাইরের ক্যামেরাবন্দি হন নায়িকা। রোস্তোরাঁর বাইরে শিল্পাকে দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। হালকা অরেঞ্জ রঙের ওয়েস্টার্ন ড্রেসে ধরা দেন শিল্পা শেট্টি। তবে ক্যামেরার সামনে ছবি তুলতে গিয়েই ঘটে যায় বিপত্তি। আচমকা দমকা হাওয়ায় উড়ে যায় শিল্পার পোশাক। আর একটু হলেও বেরিয়ে আসত গোপনাঙ্গ। কোনওরকম নিজের পোশাক সামলে নিয়ে দুহাতে নিজের শরীর ঢাকার চেষ্টা করেন শিল্পা শেট্টি।

বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টির মারকাটারি চাবুক ফিগারেই কাত আট থেকে অষ্টাদশী। সেক্সি কোমরের ভাঁজে ঝড় তুলতে সর্বদাই টেক্কায় এগিয়ে শিল্পা। ফ্ল্যাট অ্য়াবস, সেক্সি কোমর এটাই হল  শিল্পার ফিটনেস মন্ত্র। শিল্পা শেট্টির  ট্রান্সফরমেশনে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। 'বাজিগর' ছবিতে শাহরুখ খানের বিপরীতে পা রাখেন শিল্পা (Shilpa Shetty)। তারপর থেকে বলিউডের প্রথমসারির  অভিনেতাদের সঙ্গে দাপিয়ে কাজ করেছেন শিল্পা শেট্টি। বোন শমিতা শেট্টির জন্মদিনে স্বামী ও পরিবারের সঙ্গে রেস্তোরাঁর বাইরের ক্যামেরাবন্দি হন নায়িকা।

রোস্তোরাঁর বাইরে শিল্পাকে দেখেই ঘিরে ধরেন পাপারাৎজিরা। হালকা অরেঞ্জ রঙের ওয়েস্টার্ন ড্রেসে ধরা দেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) । তবে ক্যামেরার সামনে ছবি তুলতে গিয়েই ঘটে যায় বিপত্তি। আচমকা দমকা হাওয়ায় উড়ে যায় শিল্পার পোশাক। আর একটু হলেও বেরিয়ে আসত গোপনাঙ্গ। কোনওরকম নিজের পোশাক সামলে নিয়ে দুহাতে নিজের শরীর ঢাকার চেষ্টা করেন শিল্পা শেট্টি। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে নায়িকা উপস মোমেন্ট (Oops Moment)। ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয় নেটদুনিয়ায়।

 

 

আরও পড়ুন-Mimi Chakraborty: গোপন ডেট নাকি সোলো ট্রিপ, বরফের দেশে স্টাইল স্টেটমেন্টে ছক্কা হাঁকালেন মিমি

আরও পড়ুন-Nusrat-Yash: 'বিয়ে তো একবার হয়ে গেছে আবার কেন করবো', যশের সঙ্গে বিয়ের জল্পনা উস্কে দিলেন নুসরত

আরও পড়ুন-Vivek Slammed Aishwarya: শরীর ও হৃদয় পুরোটাই প্লাস্টিকের, ব্রেক আপের পরই ঐশ্বর্যকে কটাক্ষ প্রেমিক বিবেকের


একটু একটু করে স্বাভাবিক ছন্দে ফিরছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) । পর্নকান্ডে স্বামী  গ্রেফতার হওয়ার পর নিজেকে পুরোপুরি গুটিয়ে নিয়েছিলেন শিল্পা। প্রায় ২ মাস পর স্বামী রাজ কুন্দ্রা জামিন পাওয়ার পর স্বাভাবিক জীবনে ফিরেছেন শিল্পা শেট্টি। তবে শিল্পার শেট্টি ট্রান্সফরমেশনে মুগ্ধ আট থেকে অষ্টাদশী। ফের চেনা মেজাজে  সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেট্টি। অভিনেত্রীর ডি গ্ল্যাম লুক নিয়ে ফের চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ৪৬ বছরের শিল্পার মারকাটারি চাবুক ফিগারে রাতের ঘুম উড়েছে ভক্তদের। রেড কার্পেট হোক কিংবা অনুষ্ঠান মঞ্চ, কাটাছেড়া পোশাকে সর্বদাই শিরোনামে থাকতে পছন্দ করেন শিল্পা শেট্টি। মাঝে কেটে গিয়েছে প্রায় তিন দশক। তিন দশক আগের আর এখনকার শিল্পার সঙ্গে যেন আকাশ-পাতাল পার্থক্য রয়েছে। মডেলিং থেকে অভিনয় সবেতেই যেন লাইমলাইটে শিল্পা শেট্টি (Shilpa Shetty)। অভিনেত্রীর হট অ্যান্ড সেক্সি চাবুক ফিগারেই কাত জেন-ওয়াইরা। বয়স যে ৫০ এর কোটায় তা ফিগার দেখে বোঝা দায়। এই বয়সেও অভিনেত্রীর সেক্সি ফিগারে ঈর্ষান্বিত হয়ে পড়েন অনেকেই।সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে দেখা যাচ্ছে শিল্পা শেট্টিকে। এছাড়াও নতুন ছবির কাজও রয়েছে শিল্পা শেট্টির হাতে।  শেষবারের মতো হাঙ্গামা ২-তে দেখা গিয়েছিল শিল্পা শেট্টিকে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য