পশুদের সমস্যায় ফেললেই হোক জরিমানা, শ্রদ্ধার কথায় আইন বদলের সময় এসেছে

Published : Jul 25, 2020, 06:08 PM IST
পশুদের সমস্যায় ফেললেই হোক জরিমানা, শ্রদ্ধার কথায় আইন বদলের সময় এসেছে

সংক্ষিপ্ত

শ্রদ্ধা কাপুর বরাবরই প্রশুপ্রেমী পশুদের হয়ে এবার নতুন আইনের কথা বললেন তিনি ২০২০ তেই আসুক নতুন আইন  দোষীদের হোক জরিমানা 

শ্রদ্ধা কাপুর বরাবরই প্রকৃতি প্রেমী। সঙ্গে পশুদের প্রতিও থাকে তাঁর করা নজর। তাঁদের যাতে কোনও সমস্যায় না পড়তে হয়, সেই নিয়ে এবার সোশ্যাল মিডিয়ায় মুখ খুললেন বলিউড ডিভা। কয়েকমাস আগেই আরে বনভুমির হয়ে বৃষ্টিতে ভিজে প্রতিবাদ করতে দেখা গিয়েছে তাঁকে। শ্রদ্ধা কাপুর লাইম লাইটে থাকলেও নিজেকে সাধারণের মধ্যেই তুলে ধরতে বেশি পছন্দ করেন তিনি। 

এবার পশুদের হয়ে সরব হলেন অভিনেত্রী। মাঝে মধ্যেই খবরের শিরোনামে উঠে আষে বিষ দিয়ে পশুদের মেরে ফেলা, রাস্তায় গাড়ি চাপা পড়া থেকে শুরু করে পিটিয়ে মারা, নানা পরিস্থিতির কবলে পড়ে অসহায় ভাবে প্রাণ যায় তাদের। এবার সেই পশুদের হয়ে নয়া আন্দোলনের ডাক দিলেন শ্রদ্ধা কাপুর। সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট শেয়ার করলেন। যা ভারত সরকার থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিকে ট্যাগও করলেন অভিনেত্রী। 

 

;

 

শ্রদ্ধার কথায়, এটা ২০২০, এখন নতুন আইনের সময় হয়েছে। বদলাতে হবে পুরোনো আইন। পশুদের সমস্যার কারণ হলেই দিতে হবে জরিমানা, নতুন আইনে এমনই হাজা ঘোষণা করা হোক। শ্রদ্ধা কাপুরের ফলোয়ার বাঘা বাঘা বলিউড স্টারেদের থেকে অনেক বেশি। তাই তাঁর এই উদ্যোগ মুহূর্তে ছড়িয়ে পড়ে। সকলের নজরও কাড়ে তা। বেশ কিছু সেলিব্রিটি এখন এই পোস্ট শেয়ারও করছেন নেটদুনিয়ায়। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?