আলিয়ার সুইমিং পুলে আস্ত একটা সাপ, শেয়ার করা ভিডিও দেখে অবাক রণবীরের মা

  • আলিয়া ভাটের সুইমিং পুলে মস্ত সাপ
  • দেখা মাত্রই ভিডিও করলেন অভিনেত্রীর মা
  • মুহূর্তে তা ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়
  • দেখে অবাক হলেন রণবীর ও তাঁর মা 

আলিয়া ভাট সাঁতার কাটতে বেশ পছন্দ করেন। এক সাক্ষাৎকারে আলিয়ার মা সোনি রাজধান জানিয়েছিলেন, আলিয়া মাঝে মধ্যেই নিজেকে ব্রেক দেন। তখন বন্ধুদের সঙ্গে সপিং, কিংবা আড্ডায় সময় কাটান। নয়তো সাঁতার কাটেন। আলিয়ার বাড়ির সুইমিং পুলও বেশ সুন্দর করে সাজানো। আলিয়া যে জলের তলাতেও পোজ দিতে মাহির, তা আর বলার অপেক্ষা রাখে না। 

আরও পড়ুনঃ বলিউডে দুই তারকার মাথায় নতুন পালক, বিতর্ক এড়িয়ে এবার অষ্কারের সঙ্গে হৃত্বিক-আলিয়া

Latest Videos

ভোগ ম্যাগাজিনের ফোটোশ্যুটে আলিয়া স্টানিং পোজ দিয়ে সকলের নজর কেড়েছিলেন। সেখানেই দেখা গিয়েছিল জলের তলায় কতটা স্বাভাবিক পোজ দিতে সক্ষম তিনি। ফলে আলিয়ার অবসরের বেশিরভাগ সময়টাই যে কাটে জলের তলায় তা আর বলার অপেক্ষা রাখে না। সেই সুইমিং পুলেই এবার নতুন অতিথি। সাঁতার কেটে বেড়াচ্ছে এক কালো মস্ত সাপ। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন আলিয়ার মা সোনি রাজদান। 

 

 

এই ভিডিও দেখার পরই রিয়্যাক্ট করলেন রণবীর কাপুর ও তাঁর মা। রণবীরের মা নীতু কাপুর জানালেন গত ৯ বছরে এখানে সাপ দেখেননি তিনি। যদিও ভিডিওটি শেয়ার করে সোনি রাজদান লিখেছেন, সুইমিং পুলে নতুন অতিথি এসেছে জল খেতে, কিছুক্ষণ পর তাঁকে বিরোক্ত না করেই বাগানের দিকে পাঠিয়ে দেওয়া হয়। আলিয়ার েই সুইমিং পুলের ছবি মুহূর্তে ছড়িয়ে পড়ে নেট দুনিয়ায়। 

Share this article
click me!

Latest Videos

মাঝরাস্তায় যুবককে উত্তমমধ্যম যুবতীর! কারণ জানলে অবাক হবেন আপনিও, চাঞ্চল্য Konnagar-এ | Hooghly News
টানা দু'দিন এলাকা কাঁপিয়ে জঙ্গলে ফিরে গেল বাঘ! দেখুন সেই দৃশ্য | Kultali Tiger Update | Bangla News
নিজের বাড়িতেই ভুয়ো প্রমাণপত্রের কারখানা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ! চাঞ্চল্য Barasat-এ!
টোটো চালানো নিয়ে চরম বিবাদ! এইরকম কাণ্ড হবে কেউ ভাবতেই পারেনি, ধুন্ধুমার Canning-এ
Rashifal Bangla : ৩ রাশিতে উপচে পড়বে ধনসম্পদ! দেখুন বৃহস্পতিবারের রাশিফল | Asianet News Bangla