কন্ট্রোভার্সি থেকে মজাদার টুইট, বিনোদনে পরিপূর্ণ 'ঋষি'

Published : Apr 30, 2020, 02:33 PM ISTUpdated : Apr 30, 2020, 02:38 PM IST
কন্ট্রোভার্সি থেকে মজাদার টুইট, বিনোদনে পরিপূর্ণ 'ঋষি'

সংক্ষিপ্ত

  টুইটে সর্বদাই অনেককে ছাপিয়ে যেতেন বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর বলিউডের চকোলেট বয় সবসময়েই খবরের শিরোনামে উঠে এসেছেন শেষ পোস্ট করা বার্তাতেও লড়াইয়ের সুর ছিল তার গলাতে  টুইট বিতর্কে মজার রসদ জুগিয়েছেন ঋষি

বলিউডে ফের ইন্দ্রপতন। সকলকে আলবিদা করে চলে গেলেন ঋষি কাপুর। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৭ বছর। একসময়কার বলিউডের চকোলেট বয়  সবসময়েই খবরের শিরোনামে উঠে এসেছেন। সোশ্যাল মিডিয়াতেও বেশ অ্যাক্টিভ তিনি। একটুতেই মেজাজ হারিয়ে ফেলতেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা ঋষি কাপুর। কন্ট্রোভার্সি থেকে মজাদার টুইটে  সর্বদাই অনেককে ছাপিয়ে যেতেন বর্ষীয়ান অভিনেতা। তবে ২ এপ্রিলের পর থেকে আর কোনও পোস্ট করেননি অভিনেতা। শেষ পোস্ট করা বার্তাতেও লড়াইয়ের সুর ছিল তার গলাতে। পুরো দেশবাসীকে করোনা মোকাবিলায় একজোট হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছিলেন অভিনেতা।

আরও পড়ুন-শেষ হল চলচ্চিত্রের যাত্রাপথ, চিন্টুজিকে শেষ শ্রদ্ধা কার্টুনিস্ট সতীশের...

আরও পড়ুন-লকডাউনের নিয়ম মেনেই হবে শেষকৃত্য, চন্দনওয়াড়ি শ্মশানে শেষশ্রদ্ধা লেজেন্ডকে...


তার করা একাধিক টুইটটি অনেকের মনে যেমন মজার রসদ জুগিয়েছে তেমনই  তা নিয়ে বিতর্কও ক্রমশ বেড়েছে।

 

 

 তিনি আজ আর নেই। কিন্তু তার করা মজার টুইট গুলি সকলের মনে রয়ে গেছে। দেখে নিন টুইট গুলি।

 

হাল ফ্যাশনের ফ্যান্সি পোশাক জারা কালেকশন নিয়ে ঋষির টুইট,

 

মোদিকে নিয়ে ঋষির মজার টুইট,

 

কিম কার্দেশিয়ান-এর পোশাক নিয়ে বিতর্কিত টুইট ঋষির,

 

রামদেবকে নিয়ে ঋষির টুইট,

 

ধর্ম নিয়ে ঋষির টুইট, 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য