শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি, থিম সং-এ থাকছেন কে জানুন

শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি

চলছে জোর কদমে প্রস্তুতি

এবার গানের পরিচালনায় থাকছেন দুই পরিচালক

এগারোতম সিজন-কে ঘিরে প্রস্তুতি এখন তুঙ্গে

আবার শুরু হতে চলেছে কৌন বনেগা ক্রোড়পতি, এক সময় এই অনুষ্ঠানের জনপ্রিয়তা পৌঁচ্ছে গিয়েছিল তুঙ্গে।  সঞ্চালকের চেয়ারে এসে যখন বসেন বিগ বি, তখনই অনুষ্ঠানের টিআরপি হিট। ইতিমধ্যেই এই অনুষ্ঠানের দশটা সিজন হয়েগিয়েছে। এবার প্রস্তুতি শুরু হল এগারোতম সিজিনকে ঘিরে। 

আরও পড়ুনঃ অবলা জীবদের উপর আর হিংসা নয়! কড়া আইনের দাবি অনুষ্কার

Latest Videos

এবার এই অনুষ্ঠানের থিম সিং তৈরি করার ভার গ্রহণ করেছেন সঙ্গীত পরিচালক অজয়-অতুল। ফলে আশা করা যায় যে তা আগের থেকে অনেক বেশি সুন্দর ও আকর্ষণীয় হয়ে উঠবে। টেলিভিশনের এই জনপ্রিয় অনুষ্ঠানের গানটিও বেশ জনপ্রিয়তা পেয়েছিল। হাতের মুঠোয় কোটি টাকা। কয়েকটি প্রশ্নের ধাপ পেরতে পারলেই বাজিমাত। ফলে সহজেই ড্রইং রুমে এই অনুষ্ঠানটি জায়গা করে নেয়। 

আরও পড়ুনঃ দিশার সঙ্গে প্রেম করার ক্ষমতা নেই! হঠাৎ এই মন্তব্য কেন করলেন টাইগার

শীঘ্রই শুরু হতে চলেছে এই অনুষ্ঠান। যার ফলে প্রস্তুতি চলছে তড়িঘড়ি। সেই দিকে নজর দিয়েই এবার গানের পরিচালনার কাজেও হাত দিতে চলেছে এই পরিচালক জুটি। ইতিমধ্যেই বেশ কয়েকটি ছবিতে তাঁরা কাজ করে নজর কেড়েছেন। ফলে এই সিজনেও ঢেলে সাজানো হচ্ছে অনুষ্ঠান তা বলাই বাহুল্য। 

Share this article
click me!

Latest Videos

'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
Suvendu Adhikari: হিন্দুদের ভোটার আইকার্ড কেড়ে নেওয়ার ষড়যন্ত্র, এ কী বলছেন শুভেন্দু
'Uttar Pradesh-এর মতো সুশাসন আনবো West Bengal-এ' Suvendu Adhikari- র চরম প্রতিশ্রুতি #shorts