
২০২০ সকলের সামনে সোনু সুদের নতুন এক রূপ তুলে ধরেছিল। যেখানে আদ্যপান্ত এমন এক মানুষের ছবি ধরা পড়ে যিনি সাধারণ মানুষের কাছে ভগবান। বিপদের দিনে এক ডাকে যাঁকে পাশে পাওয়া যায়। গরিবের মুখে একাধিকবার হাসি ফুঁটিয়েছেন তিনি। ভারতের কাছে এখন এক অন্যতম যোদ্ধা হলেন সোনু সুদ। যাঁর সাহায্যে হাজার হাজার মানুষ আজ করোনার কোপ কাটিয়ে সুখে সংসার করছেন।
আরও পড়ুন- শাহরুখ মানেই সেটে লেট, বদনাম ঘোচাতে নিজেকে পাল্টে চোখরাঙানি কিং খানের
দেশের জনসংখ্যা বিপুল, তাই এক ধাক্কায় সকলের মুখে হাসি ফোটানো কখনই সম্ভব নয়। তবে সোনুর দরজায় এসে ফিরে গিয়েছেন এমন মানুষ বোধহয় নেই বললেই চলে। এবারও তেমনই ছবি ধরা পড়ল। এক গরিব মানুষের হয়ে একজন পোস্ট করেছিলেন, যে তাঁরা যদি একটা সেলাই মেশিন পায়, তবে সংসার চালাতে পারে। দয়া করে সোনু যদি তাঁদের পাশে দাঁড়ান। পোস্ট দেখা মাত্রই মিলল উত্তর।
সোনু সুদ জানালেন, শুক্রবারের মধ্যেই পৌঁছে যাবে সেলাই মেশিন। তবে শর্ত থাকবে একটাই। প্রথম জামাটাই কিন্তু বানিয়ে দিকে হবে সোনু সুদকে। এই পোস্ট এখন নেট পাড়ায় ভাইরাল। মুহূর্তে তা চোখে পড় সকলের। ঝড়ের বেগে ভাইরাল হয়ে ওঠে সোনুর এই সাহায্যের কথা। সকলের এই আশির্বাদই সোনুর পথ চলার পাথেয় হয়ে থাকবে, চোখের কোল জল নিয়ে এক রিয়ালিটি শো-তে জানিয়েছিলেন অভিনেতা।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।