আবারও সিকুয়াল বলিউডে, পর্দায় ফিরছে বান্টি অর বাবলি

Published : May 28, 2019, 11:19 PM ISTUpdated : May 28, 2019, 11:20 PM IST
আবারও সিকুয়াল বলিউডে, পর্দায় ফিরছে বান্টি অর বাবলি

সংক্ষিপ্ত

আসতে চলেছে বান্টি অর বাবলি ছবির সিকুয়াল ১৪ বছর পর পর্দায় কী ফিরছেন সেই জুটি

২০০৫ সালে বান্টি অর বাবলি ছবি বক্স অফিসে ঝড় তুলেছিল। রানী মুখোপাধ্যায় ও অভিষেক বচ্চন অভিনীত এই ছবি দর্শকের মনে জায়গা করে নিয়েছিল অনায়াসে। এবার বলিউডে সেই ছবিরই সিকুয়াল আসতে চলেছে।

পরিচালনায় থাকছেন সাদ আলি। প্রথম ছবি বান্টি অর বাবলি ছবিটিও পরিচালনা করেছিলেন তিনি। বান্টি আর বাবলি জুটির এই দুই চরিত্রের চোখে ছিল জীবন গড়ার স্বপ্ন, কিন্তু পথটা ছিল বাঁকা। মজার এই চিত্রনাট্যে দুই তারকাই নজর কাড়া অভিনয় করেছিলেন। ছবির এক বিশেষ অংশে অমিতাভ বচ্চনকে দেখা গিয়েছিল। এমনকি বান্টি অর বাবলি ছবির আইকন গান কাজরারে-তে সপরিবারে নেচেছিলেন বিগ বি। সঙ্গে ছিলেন ঐশ্বর্য ও অভিষেক।  

এবার সেই ছবিই পুনরায় আসতে চলেছে বড় পর্দায়। ছবির নাম বান্টি অর বাবলি এগেইন। অনেক দিন আগেই ছবির চিত্রনাট্য তৈরি করা হয়েছিল, কিন্তু প্রযোজক সংস্থা এই বিষয় কোনও গ্রিন সিগনাল না দেওয়ার ফলে অপেক্ষায় থাকতে হয় টিমকে। ২০১৯-এ অবশেষে মেলে সন্মতি। তাই ছবির কাজ শুরু হতে চলেছে। সূত্রের খবর অনুযায়ী আমাগী মাসেই এই ছবির শ্যুটিং শুরু করবেন পরিচালক। যদিও এই ছবিতে তারকার লিস্টে থাকছেন কারা সেই নিয়ে কোনও ইঙ্গিতই দেয়নি বান্টি অর বাবলি টিম।

প্রসঙ্গত অভিষেক বচ্চন ও রানী মুখোপাধ্যায় জুটিকে দর্শক পেয়েছেন বশ কয়েকটি ছবিতে। যার মধ্যে উল্লেখযোগ্য লাগা চুরনি মে দাগ, কাভি আলবিদা না কেহনা, হাম তুম প্রভৃতি ছবিতে।

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?