প্রকাশ্যে এলো করণ জোহরের পরবর্তি ছবির খবর, পুনরায় জোট বাঁধলেন জাহ্নবী-র সঙ্গে

Published : Jun 28, 2019, 02:32 PM IST
প্রকাশ্যে এলো করণ জোহরের পরবর্তি ছবির খবর, পুনরায় জোট বাঁধলেন জাহ্নবী-র সঙ্গে

সংক্ষিপ্ত

করণ জোহরের নতুন ছবি প্রকাশ্যে এলো ছবির নায়ক-নায়িকার নাম আবারও সিক্যুয়েলে বলিউড প্রকাশ্যে এলো না তৃতীয় অভিনেতা নাম

সবে মাত্র মুক্তি পেয়েছিল করণ জোহর পরিচালিত ছবি স্টুডেন্ট অব দ্য ইয়ার-২। সেখানে আনকোরা দুই নতুন মুখের দেখা মিললেও সেই ম্যাজিক কাজ করল না বড় পর্দায়। একাই ছবিটিকে টেনে নিয়ে গেছিলেন টাইগার শ্রফ। বক্স অফিসে ১০০ কোটের ক্লাবে জায়গা করতে পারল না এই ছবি। তাই আবারও পুরোনও ম্যাজিকেই ছবি তৈরির পথে হাঁটতে চলেছেন করণ জোহর। 
২০০৮ সালে বলিউডে সাড়া ফেলেছিল দোস্তানা ছবি, যে ছবিতে মুখ্যভুমিকায় অভিনয় করেছিলেন জন আব্রাহাম, অভিষেক বচ্চন ও প্রিয়াঙ্কা চোপড়া। সেই ছবিরই এবার সিক্যুয়েল বানাতে চলেছেন পরিচালক। 

প্রকাশ্যে এলো নতুন ছবির খবর। নিজেই সোশ্যাল মিডিয়ার পাতায় পরিচালক জানালেন, দোস্তানা ২ তৈরি হতে চলেছে। সেই ছবিতে এবার রইল না কোনও নতুন মুখের সন্ধান, কিন্তু নতুন জুটিকে নিয়ে কাজ করতে চলেছেন পরিচালক। এই ছবিতে অভিনয় করবেন জাহ্নবী কাপুর ও কার্তিক আরিয়ন। শীঘ্রই শুরু হবে ছবির শ্যুটিং। তবে দুটি চরিত্রের নাম প্রকাশ্যে এলেও প্রকাশ পেল না তৃতীয় অভিনেতা নাম। ফলেই তা নিয়ে জল্পনা এখন তুঙ্গে বি টাউনে। 

গল্পের মূলে রয়েছে ত্রিকোণ কোণের প্রেমের রসায়ণ, তারই মূল দুই চরিত্রের নাম প্রকাশ্যে আনলেন পরিচালক। তবে তৃতীয় পদে থাকতেই পারে কোনও নতুন মুখ। সে সম্ভাবনার কথা এখনই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।    
 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

শীঘ্রই আসছে পরিচালক সুজিত সরকার এবং বিক্রমাদিত্যের শর্ট ফিল্ম 'থার্সডে স্পেশাল', জেনে নিন বিস্তারিত
৪০ বছরেও ১৮-র তরুণী, ফাঁস হল মৌনী রায়ের সৌন্দর্যের রহস্য