বেলি ডান্সিংয়ের প্রশিক্ষণ সুহানার, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

Published : May 20, 2020, 09:25 PM IST
বেলি ডান্সিংয়ের প্রশিক্ষণ সুহানার, নেটদুনিয়ায় ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

সুহানা খানের বেলি ডান্সিং ট্রেনিং নজর কাড়ল নেটিজেনের বেলি ডান্সের ট্রেনার পোস্ট করলেন বিফোর আফটার ছবি সাইবারদুনিয়ার আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে সে ছবি সুহানার বেলি ডান্স দেখার জন্য উদগ্রীব ভক্তরা  

বলিউডে ডেবিউ করার কোনও নিশ্চিত খবরের আগেই ভোগ ম্যাগাজিনের কভারগার্ল হয়ে উঠেছিলেন সুহানা। ক্রমশ বেড়ে চলেছে তাঁর ফলোয়াড়ের সংখ্যা। বছর কয়েক আগেও সুহানার ইনস্টাগ্রাম প্রাইভেট করা ছিল। তাতেই ফলোয়াড় ছিল কয়েক হাজার।এখন কেবল স্টারকিডেই থেমে নেই তাঁর পরিচয়। সোশ্যাল মিডিয়াতেই তাঁকে নিয়ে ডিমান্ড বেড়ে চলেছে দিনদিন। সম্প্রতি বেলি ডান্সের প্রশিক্ষণ নিচ্ছেন সুহানা। তাঁর শিক্ষিকা হলেন জনপ্রিয় বেলি ডান্সার সঞ্জনা মথুরেজা। 

লকডাউনের কারণে এখন স্বশরীরে গিয়ে বেলি ডান্স শেখা মুশকিল হয়ে উঠেছে। অবশ্য তবুও চলছে ক্লাস। ডিজিটালের জমানায় এখন কিছুই অসম্ভব নয়। একাধিক স্কুলে বাচ্চারা অনলাইন ক্লাসেস নেওয়া শুরু করেছেন। ইন্টারনেটে যুগে সুহানাও নিজের শিক্ষিকার থেকে বেলি ডান্স শিখছেন ভিডিও কলের মাধ্যমে। লকডাউনের আগে গিয়ে প্রশিক্ষণ নেওয়া এবং এখন ভিডিও কলের মাধ্যমে প্রশিক্ষণ নেওয়ার ছবি পোস্ট করেছেন সঞ্জনা। সেই ছবি এখন রীতিমত ভাইরাল। 

 

 

এই বেলি ডান্সের প্রসঙ্গ উঠতেই সাইবারবাসীর প্রশ্ন তাহলে কি বলিউড ডেবিউয়ের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছেন সুহানা। যার জন্য এই বেলি ডান্সের ট্রেনিং। কারণ টিপিক্যাল বলিউড নায়িকা মানেই নাচে দক্ষ হওয়া। বলিউডে আসার আগে থেকেই সর্বদা চর্চায় থেকেছেন খান-কন্যা সুহানা খান। শাহরুখ খান এবং গৌরি খান কোনও সময়ই পাপারাৎজী থেকে কখনই সন্তানদের দূরত্ব বজায় রাখতে শেখায়নি। সোশ্যাল মিডিয়া হোক বা চিত্রসাংবাদিক, আরিয়ান, সুহানা এবং আব্রামকে নিয়ে চর্চা চারিদিকে।   

PREV
click me!

Recommended Stories

Year ending 2025: চলতি বছরে দর্শকদের নজর কেড়েছেন এই ১০ তারকা, রইল তালিকা
ডিপফেক কনটেন্ট বানালে অনুমতি নিতে হবে, নয়া বিল পেশ হল লোকসভায়, রইল বিস্তারিত