
সম্প্রতিই শাহরুখ পুত্র আরিয়ান খানের ডেবিউ হয়েছে ছবির জগতে। একদিকে ল্যায়ন কিং অন্যদিকে তখত। সহপরিচালনায় ইতিমধ্যে হাতেখড়ি হয়েছে কিংখান পুত্রের। তবে বিটাউনে সুহানাকে নিয়ে জল্পনা ছিল তুঙ্গে। অভিনয় জগতে পা রাখার ইচ্ছে প্রকাশ করেছিলেন সুহানা। কিন্তু কবে হবে তাঁর অভিষেক! সেই প্রশ্নের উত্তর মিলল এতদিনে।
অবশেষে অভিনয় জগতে পা রাখলেন সুহানা খান। সম্প্রতিই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি শর্ট ফিল্মের পোস্টারে পাওয়া গেল তাঁকে। ছবির নাম দ্য গ্রে পার্ট অব ব্লু। স্কুলের গন্ডি পার করে বর্তমানে কলেজে পা রেখেন তিনি। এরই মধ্যে সহপাঠীর তৈরি শর্টফিল্মে আত্মপ্রকাশ করলেন তিনি। ছবিটির পরিচালনার কাজ করেছেন থিওডোর গিমেনো। তিনি তাঁর সোশ্যাল মিডিয়ার পাতায় সেই ছবির পোস্টারও শেয়ার করলেন সম্প্রতি।
ফলে এবার তাঁকে বড় পর্দায় দেখার অপেক্ষায় থাকবেন ভক্তরা। এতদিন কেবলমাত্র তারকা কন্যা হিসেবেই লাইম লাইটে ছিলেন তিনি। এবার নিজের পরিচিতি গড়ার পথে পা বাড়ালেন সুহানা খান। পড়া শেষ করেই অভিনয় জগতে পা রাখবেন তিনি, প্রকাশ্যে সেই কথাও জানিয়েছেন শাহরুখ খান।
বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।