টিভিতে প্রথম সুশান্তকে দেখেছিল এই দৃশ্যে, প্রকাশ্যে আসতেই একতার ভিডিও ভাইরাল

  • সুশান্ত সিং রাপজুতের মৃত্যুর বিচার চেয়ে প্রতি মুহূর্তে লড়াই
  • ভক্তরা তবুও মানতে নারাজ তাঁর মৃত্যু
  • দর্শকের অনুরোধে সামনে এলো ভিডিও
  • যেখানে প্রথম পর্দায় দেখা গিয়েছিল সুশান্তকে

সুশান্তের শেষ ছবি দিল বেচারা মুক্তির পরই দেখে নিয়েছে প্রায় সকলেই। শেষ ছবি তো হল, কিন্তু প্রথম যেদিন পর্দায় দর্শকদের সামনে এসেছিলেন সুশান্ত সিং রাজপুত! সেই দৃশ্য হয়তো অনেকেরই দেখা হয়ে ওঠেনি। প্রতি নিয়ত হাজার হাজার ধারাবাহিকের শত শত নতুন মুখ। তাই প্রথম দিনেই কাউকে চোখে পড়ে না অনেকেরই। কিন্তু পরবর্তীতে সেই তারকাই যখন সুশান্ত সিং রাজপুত হয়েওঠেন, তখন প্রথম দৃশ্যের কদর বেড়ে যায় বইকি। 

আরও পড়ুনঃ রাজ চক্রবর্তীর নামে ডেটিং অ্যাপ, ভুয়ো অ্যাকাউন্টের ফাঁদ, নেট দুনিয়ায় সরব পরিচালক

Latest Videos

এবারও ঠিক তেমনটাই ঘটল। সুশান্ত সিং রাজপুতের প্রথম পর্দায়চ আত্মপ্রকাশ ঘটেছিল একতা কাপুরের ধারাবাহিকের হাত ধরে। তখন বালাজির একের পর এক ধারাবাহিক হিট। যার মধ্যে অন্যতম নাম ছিল পবিত্র রিস্তা। যেখানে মুখ্য ভুমিকাতে অভিনয় করেছিলেন সুশান্ত সিং রাজপুত। বিপরীতে ছিলেন অঙ্কিতা লোখান্ডে। সেই ধারাবাহিকেই প্রথম দৃশ্যে যখন সুশান্তের আবির্ভাব ঘটে, সেই ভিডিও-র দেখা মিলল আরও একবার। 

 

 

সুশান্তের ভক্তরা একাধিকবার দাবি তুলেছেন, পবিত্র রিস্তা আরও একবার সম্প্রচার করার জন্য। তা নিয়ে এখনও মুখ না খুললেও সুশান্ত ভক্তদের এক নতুন উপহার দিলেন একতা কাপুর। প্রথম দৃশ্যে যখন হিরোর মত সুশান্ত পা রেখেছিল পর্দায়, সেই দৃশ্যের ভিডিও প্রকাশ্যে আনলেন তিনি। আর তা দেখা মাত্রই ভক্তদের মধ্যে উন্মাদনা চরমে। মুহূর্তে তা ভাইরাল হয়ে উঠল নেট পাড়ায়। 

Share this article
click me!

Latest Videos

'উনি মুখ্যমন্ত্রী উনি যা মনে করবেন তাই করবেন' হিডকোর চেয়ারম্যান পদ যেতেই এ কী বললেন ফিরহাদ?
দেখুন কামুক প্রতিবেশীর কাণ্ড! একলা পেয়ে নাবালিকাকে নিশানা! তারপর যা হলো | Ranaghat News Today
Live : শেষ বিদায় ড. মনমোহন সিং | Last Rites of Former PM Dr. Manmohan Singh
‘Bangladesh-এর এমন কিছু ভিডিও আছে যা দেখলে শিউরে উঠবেন’ বিস্ফোরক মন্তব্য Suvendu Adhikari-র
'সোমবারই সব তথ্য ফাঁস করবো!' বিস্ফোরক Suvendu Adhikari #shorts #shortsvideo #shortsfeed #shortsviral