জন্ম-মৃত্যুর মাঝে সুশান্তের আনন্দের মুহূর্ত, 'দিল বেচারা'র নতুন গানে আবেগঘন ভক্তরা

  • 'দিল বেচারা' ট্রেলার রেকর্ড ভেঙেছিল হলিউডেরও 
  • টাইটেল ট্র্যাকটিও কম জনপ্রিয়তা পায়নি
  • এবার মুক্তি পেল 'খুলকে জিনে কা'
  • জন্ম-মৃত্যুর মাঝে সুশান্তের আনন্দে সঙ্গে ভাসল অনুরাগীরা

দিল বেচারার ট্রেলারের হাত ধরে হলিউডের রেকর্ড ভেঙেছিলেন সুশান্ত সিং রাজপুত। ছবির টাইটেল ট্র্যাকও এক শটে শ্যুট করে ভাইরাল সুশান্তের ভিডিও। এবার অরিজিৎ সিং এবং সাশা তিরুপতির সুরে আবেগে ভরে উঠল ভক্তরা। মুক্তি পেল সুশান্তের শেষ ছবি দিল বেচারার নতুন গান খুলকে জিনে কা। ধীরে ধীরে আরও জনপ্রিয়তা পাচ্ছেন সুশান্ত তবে সবটাই তাঁর অবর্তমানে। আকাশের তারার নাম তাঁর নামের পরে রাখা, সুদূর বিদেশ থেকে তাঁর জন্য শ্রদ্ধা করা, ফ্যান ফলোয়াড়দের সংখ্যা রাতারাতি লাখখানেক বেড়ে যাওয়া। সবই পেলেন তবে নিজে আর দেখে যেতে পারলেন না। এমন জনপ্রিয়তা পেলেন মৃত্যুর পর। মাসখানেক ধরে এখনও ভাইরাল টপিক তিনি। সবটাই কি এখন বৃথা। তিনি তো আর নেই এসব দেখার জন্য। চাপা কষ্ট নিয়েই চলে গিয়েছেন তিনি। তবে ভক্তদের মনে চিরকালের জন্য বিরাজমান তিনি। প্রসঙ্গত, ছবির টাইটেল ট্র্যাকও বেশ জনপ্রিয়তা পেয়েছে। 

আরও পড়ুনঃ'সলমনের ছবি নাকোচ মানেই তুমি খুন হয়ে যাবে', হুমকি পেয়ে বিস্ফোরক কঙ্গনা

Latest Videos

দেড় ঘন্টায় ছয় লাখ লাইক পড়েছে নতুন গান 'তারে গিন'-এ। মোহিত এবং শ্রেয়ার সুরেই দেখা গেল কিজি (সঞ্জনা) এবং ম্যানির (সুশান্ত) প্রেমালাপ। এর আর রহমানের সুরে শেষ নেচেছিলেন সুশান্ত সিং রাজপুত। তাঁকে শেষবারের মত সিনেপর্দায় দেখে আবেগে ভরছে সোশ্যাল মিডিয়ায়। অভিনেতা যে আর নেই, এ কথা বিশ্বাসই করে উঠতে পারছেনা ভক্তরা। লাইকস এবং ভিউজের বন্যা বয়ে চলেছে ভিডিওতে। সুশান্তের শেষ ছবি নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ছবির ট্রেলারের মত গানটিরও ভিউজে রেকর্ড গড়ার চেষ্টায় রয়েছে নেটিজেনরা। জন্ম কখন হবে আমাদের হাতে, তেমন মৃত্যুও আমাদের হাতে নয়। তবে জীবনটা বাঁচতে শেখার চেষ্টাটা আমাদের করে যেতে হয়। 

আরও পড়ুনঃঅ্যাংরি দিদি-র নতুন ভক্ত রাজ চক্রবর্তী, প্রশংসায় পঞ্চমুখ টলিউড পরিচালক

দিল বেচারার ট্রেলার জুড়ে এই কথাটি যেন বার বার কানে বাজছে দর্শকের। সুশান্তের এই সংলাপ যেন দাগ কেটে গিয়েছে মনে। সত্যিই তো জন্ম আমাদের হাতে নেই। বিশ্বাস করতে বড্ড অসুবিধা হচ্ছে, স্মার্টফোন কিংবা ল্যাপটপের পর্দায় দেখা এই মানুষটা আর নেই। ছবির নায়িকা সঞ্জনা অভিনয় করেছেন কিজি বসুর চরিত্রে। ক্যান্সারে আক্রান্ত কিজি। তাঁর জীবনে আলোর রশনাইতে ভরে তুলল ম্যানি (সুশান্ত)। অন্যের জীবনে হাসির ফোয়ারা এনে সেই কিনা এক মুহূর্তে গায়েব হয়ে গেল। হলিউড ছবি দ্যা ফল্ট ইন আওয়ার স্টারসের হিন্দি রিমেক 'দিল বেচারা'। ইংরেজি ছবিটিতে শেষে মারা যায় ছবির নায়ক। মৃত্যুর আগে জীবনকে বাঁচার সমস্ত উপায় হেজেলকে শিখিয়েছিল গাস। এখানেও কিজিকে হাসতে শেখাল ম্যানি। কিজির পাশাপাশি চোখে জল নিয়ে হাসল সুশান্তের অগণিত ভক্তরা। ছবিতে বিশেষ ভূমিকায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায় এবং শাশ্বত চট্টোপাধ্যায়কেও। 

Share this article
click me!

Latest Videos

'চিন্ময় প্রভুকে স্লো পয়জন করতে পারে বাংলাদেশের ইউনূস' #shorts #suvenduadhikari #chinmoykrishnadas
‘Shyama Prasad Mukherjee-র মতো Chinmay Krishna-কেও হত্যার ষড়যন্ত্র করছে Yunus’ বিস্ফোরক Suvendu
হল না জামিন! 'চিন্ময় প্রভুকে ওরা স্লো পয়জন করার চেষ্টা করবে' বিস্ফোরক শুভেন্দু | Suvendu Adhikari
'২৬ সালে TMC-কে উল্টো ঝুলিয়ে সোজা করবো!' গর্জে উঠলেন Suvendu #shorts #shortsvideo #shortsviral
ভাড়াটিয়ার দাপটে জমি দখল! পথে বসেই অসহায় মা ছেলের প্রতিবাদ | Siliguri News Today