অবিকল সুশান্ত, ভিডিও দেখে চমকে উঠে সাইবারবাসী, এ যেন অভিনেতার যমজ ভাই

Published : Jul 07, 2020, 10:09 PM ISTUpdated : Jul 07, 2020, 10:14 PM IST
অবিকল সুশান্ত, ভিডিও দেখে চমকে উঠে সাইবারবাসী, এ যেন অভিনেতার যমজ ভাই

সংক্ষিপ্ত

এক ঝলকেই চমকে গেল সাইবারবাসী এ তো অবিকল সুশান্ত সিং রাজপুত সচিন তিওয়ারি নামক এই ব্যক্তি যেন প্রয়াত অভিনেতার যমজ ভাই দ্রুতগতিতে ভিডিও ভাইরাল নেটদুনিয়ায়

এক ঝলক দেখলে পার্থক্য খুঁজে পাওয়ার কোনও জায়গাই নেই। প্রয়াত অভিনেতার হাঁটাচলা রপ্ত করেছেন অবিকল। যেভাবে সুশান্ত পাপারাৎজীর সামনে দাঁড়িয়ে পোজ দিতেন তেমনভাবেই দেখা গেল সচিন তিওয়ারিকে। সুশান্তের এই লুক অ্যালাইক এখন নেটদুনিয়ায় সাংঘাতিক জনপ্রিয়তা পেয়ে চলেছেন। একের পর এক শেয়ার সংখ্যা বেড়ে চলেছে ভাইরাল হওয়া ভিডিওতে। সচিনকে দেখে চট করে কারও পক্ষে বলা সম্ভব নয়, যে ইনি সুশান্ত নন। ভিডিওটি শেয়ার করার মাঝেই ফের আবেগঘন হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়। 

আরও পড়ুনঃবৃহন্নলা-সুশান্তের খুনি-প্রাণনাশের হুমকি, সুশান্তের মৃত্যুর অভিযোগে মানসিকভাবে ভেঙে পড়েছেন করণ

সচিনের ভিডিওতে তিনি সুশান্তকেই নকল করেন। বলিউড অভিনেতা-অভিনেত্রীদের লুক অ্যালাউকের দৃষ্টান্ত আমরা আগেও পেয়েছি। ব্যান হয়ে যাওয়া চিনা অ্যাপ টিকটকে দেখা গিয়েছিল বহু বলিউড তারকাদের লুক অ্যালাইক। সেই তালিকায় শাহরুখ খান, সইফ আলি খান, অজয় দেবগণ, রণবীর সিং, রণবীর কাপুর থেকে শুরু করে ছিলেন করিনা কাপুর খান, করিশ্মা কাপুর, ক্যাটরিনা কাইফ, আলিয়া ভাট সহ অনেকে। তবে সবচেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন ঐশ্বর্য রাই বচ্চনের লুক অ্যালাইক। 

আরও পড়ুনঃহলিউডের 'অ্যাভেঞ্জার্স'কে টপকে গেল 'দিল বেচারা', সুশান্ত নিজের অনুপস্থিতিতেই গড়ে দিলেন রেকর্ড

তবে সুশান্তের এই লুক অ্যালাইকের জনপ্রিয়তা ধারে কাছে আপাতত কেউ নেই। সচিনের ভিডিওতে নেটিজেনের মন্তব্য, "সুশান্ত স্যার আমাদের জীবনে এভাবেই ছোট ছোট অংশে বেঁচে থাকুক। এটাই চাই আমরা। এই ভিডিও শেয়ার করে আমাদের আরও বেশি করে ওনাকে মনে করা উচিত।" সচিন তিওয়ারি পূর্বেই নিজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় দিয়েছিলেন, তবে সে সময় তাঁকে নিয়ে তেমন চর্চা হয়নি। আজ সুশান্তের মৃত্যুর পরই তাঁর ভিডিওগুলি ভাইরাল হতে শুরু করেছে। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

জেনে নিন ভারতের সেরা ১০ ধনী অভিনেতা কারা? দেখে নিন তালিকায় আছেন কে কে
শাহিদ কাপুরের হাতে হাতকড়া, মুহূর্তে ভাইরাল হল 'ও রোমিও' ছবির টিজার