'সত্যি ঘটনা প্রকাশ পাক', হাত জোড় করে মোদী-শাহ-র কাছে আবেদন সুশান্তের দিদির

Published : Aug 13, 2020, 05:16 PM ISTUpdated : Aug 13, 2020, 05:17 PM IST
'সত্যি ঘটনা প্রকাশ পাক', হাত জোড় করে মোদী-শাহ-র কাছে আবেদন সুশান্তের দিদির

সংক্ষিপ্ত

সত্যির খোঁজার চেষ্টায় লড়াই চালিয়ে যাচ্ছে সুশান্তের পরিবার প্রতিনিয়ত তদন্তের প্রতিটা বিষয় নজর রেখে চলেছেন তাঁরা কখনও ভক্তদের দ্বারস্থ, কখনও সরকারের দ্বারস্থ হাত জোড় করে সাহায্য প্রার্থনা করলেন দিদি প্রীতি 

ক্রমেই জটিল হচ্ছে সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্ত। একে একে উঠে আসছে নানা তথ্য। কীভাবে সুশান্ত মৃত্যুর দিকে এগিয়ে গেল। কেন এত বড় সিদ্ধান্ত নিয়ে কোনও নোটই সুশান্ত রেখে গেলেন না। কেন পরিবারের কাউকে মন খুলে কিছুই বলতে পারেননি সুশান্ত। বান্দ্রাতে ঠিক ঠিক পরিস্থিতির শিকার হয়েছিল সুশান্ত তা খুঁজে বার করতে এখন মরিয়া পরিবার। প্রত্যেই প্রতি নিয়ত কড়া নজর রেখে চলেছে তদন্তের ওপর। 

আরও পড়ুনঃ ট্রেলারের পর কোপে গান, পাকিস্তানের সুর চুরির অভিযোগ এবার সড়ক ২-এর ঝুলিতে.

ইতিমধ্যেই ইডির জিজ্ঞাসাবাদে একাধিক প্রশ্ন সৃষ্টি হয়েছে, প্রশ্ন উঠেছে একাধিক বয়ান ঘিরেও, পুলিশ থেকে শুরু করে রাজনৈতিক মহল, একে একে জড়িয়ে যাচ্ছে অনেকেরই নাম। তবে কী কোনও বড়সড় ষড়যন্ত্রের শিকার হয়েছিল চার বোনের একমাত্র ভাই সুশান্ত... পরিস্থিতি ক্ষতিয়ে দেখা হোক, একাধিকবার সুশান্তের পরিবারের তরফ থেকে আর্জি জানানো হয়েছিল। পাশাপাশি সামনে উঠে আসে সিবিআই তদন্তের কথাও। 

 

 

আরও একবার সোশ্যাল মিডিয়ায় সরব হলেন সুশান্তের দিদি প্রীতি সিং। তিনি প্রধানমন্ত্রী ও অমিত শাহকে উল্লেখ করে সিবিআই তদন্তের কাজ শুরু হওয়ার কথা জানান, পাশাপাশি ঈর্জি জানান, যেন সুবিচার পায় প্রয়াত অভিনেতা, সুবিচার পায় পরিবার। বড় বড় মাথাদের কাছে দমে যেতে নারাজ সুশান্তের পরিবার। তাই প্রতিনিয়ত ভক্তদের পাশে থাকার আর্জিও জানিয়েছেন এদিন সুশান্তের দিদি। মুহূর্তে ভক্তমহলে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

গোল্ডেন গ্লোবসের মঞ্চে নজর কাড়লেন 'দেশি গার্ল' প্রিয়াঙ্কা চোপড়া, নিক ঘরণীর পোজে আপ্লুত অনুরাগীরা
ফের শিশু পাচারকারের বিরুদ্ধে লড়াই করবেন রানি, প্রকাশ্যে এল মার্দানি ৩-র ঝলক