কী কী কাজ অসম্পূর্ণ রয়ে গেল সুশান্তের, দেখে নিন প্ল্যানিং বোর্ডের আগামীর পরিকল্পনা

  • মৃত্যুর কোনও ইচ্ছেই ছিল না বলছে সুশান্তের হোয়াইট বোর্ড
  • মেডিটেশন থেকে ওয়ার্ক আউট সব কিছুই শুরুর অপেক্ষায় ছিলেন অভিনেতা
  •  ২৯ জুন থেকেই শুরু করতে চেয়েছিলেন সুশান্ত
  • অভিনেতার হোয়াইট বোর্ডের আগামীর পরিকল্পনার ছবিই শেয়ার করেছেন দিদি  শ্বেতা

মৃত্যু  তিনি যে বরাবরই ভয় পেতেন তা তার একাধিক পোস্টেই স্পষ্ট।  মৃত্যুর কোনও ইচ্ছেই ছিল না সুশান্তের।  আর সেটাই বলছে সুশান্তের হোয়াইট বোর্ড। কারণ তাতেই তিনি লিখেছিলেন তার আগামীর পরিকল্পনা।  মেডিটেশন থেকে ওয়ার্ক আউট সব কিছুই শুরুর অপেক্ষায় ছিলেন অভিনেতা।  আগামী ২৯ জুন থেকেই শুরু করতে চেয়েছিলেন । কিন্তু সবটাই অধরা করেই ১৪ জুন চলে গেলেন তিনি।

আরও পড়ুন-সুবিচার কি মিলবে, ভাইয়ের মৃত্যুর বিচারের আশায় প্রধানমন্ত্রীর দ্বারস্থ সুশান্তের দিদি শ্বেতা...

Latest Videos


সুশান্ত সিং রাজপুতের মৃত্যুজট এখনও কাটেনি। দেড়মাস পার হতে না হতেই সুশান্তের মৃত্যুর তদন্তে নয়া মোড় উঠে এসেছে। এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি সুশান্তের পরিবার। এতদিন চুপ থাকলেও সুশান্তের পরিবার এবার ফুঁসে উঠেছে। সম্প্রতি অভিনেতার হোয়াইট বোর্ডের আগামীর পরিকল্পনার ছবিই শেয়ার করেছেন দিদি  শ্বেতা সিং কীর্তি। ছবিটি শেয়ার করে শ্বেতা জানিয়েছেন, 'ভাইয়ের হোয়াইট বোর্ড। ২৯ জুন থেকে ওয়ার্কআউট, ট্রানসেনডেনটাল মেডিটেশন সব কিছুই আবার নতুন করে শুরু করতে চেয়েছিলেন। এর পাশাপাশি হ্যাশট্যাগ জাস্টিস ফর সুশান্ত লিখেও ভাইয়ে সুবিচারের দাবি তুলেছেন'। দেখে নিন পোস্টটি,  

 


সুশান্ত যে শিবভক্ত ছিলেন তাও জানা যায় সুশান্তের দিদির সৌজন্যে। নিজের মনের জোর বাড়ানোর জন্য মহাদেবের প্রার্থনাও করতেন। সুশান্তের গলায় 'জয় জয় শিব শম্ভু' গানের ভিডিও শেয়ার করেছেন শ্বেতা। 

 


 প্রয়াত অভিনেতার বাবার এফআইআর দায়েরের ভিত্তিতেই বিহার পুলিশের নয়া তদন্তে বেরিয়ে আসছে একাধিক তথ্য। এবার ভাইয়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হলেন প্রয়াত অভিনেতার দিদি  শ্বেতা সিং । প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে শ্বেতা জানিয়েছেন, সুশান্তের মৃত্যু তদন্তে এবার তাকান দয়া করে। ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি আমাদের পূর্ণ ভরসা রয়েছে। আশা করি আমার ভাই সুবিচার পাবেই। এই আর্জি জানিয়েই প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন সুশান্তের দিদি শ্বেতা। কিছুদিন আগেই প্রয়াত অভিনেতার দিদি  শ্বেতা সিং কীর্তির সঙ্গে মৃত্যুর  ৪ দিন আগে  অভিনেতার কথোপকথন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। ৯ জুলাই দিদি শ্বেতার সঙ্গে বেশ দীর্ঘক্ষণ কথা হয়েছিল সুশান্ত সিং রাজপুতের। এবার সেই হোয়াটসঅ্যাপ চ্যাটের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সুশান্তের দিদি। শ্বেতার বিয়ের অ্যালবাম থেকে সুশান্তের একটি ছবিও শেয়ার করেছেন অভিনেতার দিদি। 

Share this article
click me!

Latest Videos

'ওদের লেজ কখনও সোজা হয় না' কেন বললেন শুভেন্দু! দেখুন বুঝে যাবেন | Suvendu Adhikari | Bangla News
'লুঙ্গিতে গিট বেঁধে আসুক, না হলে ওদের লুঙ্গিকে প্যারাসুট বানিয়ে ছেড়ে দেব' | Sukanta Majumdar Today
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
হিন্দুদের পাশে থাকায় শুভেন্দুকে প্রাণ নাশের হুমকি, দেখুন জবাবে কী বললেন শুভেন্দু | Suvendu Adhikari
‘West Bengla-এ Uttar Pradesh-এর মতো সুশাসন দেবে BJP’ সনাতনী হিন্দুদের প্রতিশ্রুতি Suvendu Adhikari-র