২৪ বছরে বয়সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম! কোন প্রসঙ্গে বললেন সুস্মিতা

swaralipi dasgupta |  
Published : Aug 03, 2019, 06:58 PM ISTUpdated : Aug 03, 2019, 08:16 PM IST
২৪ বছরে বয়সেই সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম! কোন প্রসঙ্গে বললেন সুস্মিতা

সংক্ষিপ্ত

অভিনয় থেকে বেশ কিছুদিন আগেই বিরতি নিয়েছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন কিন্তু খ্যাতির আলো সুস্মিতার উপরে থেকে সরে যায়নি। সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও ছবি পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয় অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বেও মুগ্ধ ভক্তরা। মাত্র ২৪ বছর বয়সে এক কন্যা শিশুকে দত্তক নেন তিনি সেই প্রসঙ্গে এবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন সুস্মিতা

অভিনয় থেকে বেশ কিছুদিন আগেই বিরতি নিয়েছেন বিশ্বসুন্দরী সুস্মিতা সেন। কিন্তু খ্যাতির আলো সুস্মিতার উপরে থেকে সরে যায়নি। সোশ্যাল মিডিয়ায় তিনি কোনও ছবি পোস্ট করলেই তা মুহূর্তে ভাইরাল হয়। অভিনয়ের পাশাপাশি তাঁর ব্যক্তিত্বেও মুগ্ধ ভক্তরা। মাত্র ২৪ বছর বয়সে এক কন্যা শিশুকে দত্তক নেন তিনি। সেই প্রসঙ্গে এবার এক সংবাদমাধ্যমের কাছে মুখ খুললেন সুস্মিতা। 

তিনি জানান আলিশা ও রেনিকে তিনি জন্ম দেননি। কিন্তু তা সত্ত্বেও একদিনও এমন যায়নি তিনি মাতৃত্ব অনুভব করেননি। 

সুস্মিতার কথায়, আমি ২৪ বছর বয়সে সবচেয়ে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত নিয়েছিলাম।  আমি আমার জীবনকে স্থিতিশীল করেছিলাম। অনেকেই মনে করেন আমি বিশাল বড় চ্যারিটির কাজ করেছি। কিন্তু নিজেকেও নিরাপদে ও সংরক্ষিত রাখতে এই সিদ্ধান্ত নিয়েছিলাম আমি। 

সুস্মিতা আরও জানান, নিজের গর্ভের সন্তান না হলেও, কোনও অসুবিধা হয়নি রেনে ও আলিশার সঙ্গে। এমনকী, এক সময়ে তিনি মেয়েদের বলেছিলেন, ইচ্ছে হলে তাদের আসল মা বাবার সঙ্গে দেখা করার ব্যবস্থা করে দেবেন। 

এই মুহূর্তে দুই মেয়ে ও বয়ফ্রেন্ড রোহমানকে নিয়ে ভালই  দিন কাটাচ্ছেন সুস্মিতা। কানাঘুষো শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো গাঁটছড়া বাঁধবেন তিনি। সঙ্গে সুস্মিতা জানান, খুব শীঘ্রই আবার কোনও ছবিতে অভিনয় করবেন তিনি। 

PREV
click me!

Recommended Stories

৯ দিনে ৩০০ কোটির দোরগোড়ায়, দেনে নিন কত টাকা আয় করল 'ধুরন্ধর' ছবিটি
ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে