সেনাদের এবার নিজে হাতেই রুটি করে দিলেন ভিকি! মুহুর্তে ভাইরাল ছবি

Published : Aug 03, 2019, 01:08 PM IST
সেনাদের এবার নিজে হাতেই রুটি করে দিলেন ভিকি! মুহুর্তে ভাইরাল ছবি

সংক্ষিপ্ত

ইন্দো-চীন সিমান্তই এখন ভিকির ঠিকানা সেখানেই সেনাদের সঙ্গে কাটাচ্ছেন সময় রুটি বানানোর ট্রেনিংও নিলেন তিনি মুহুর্তে ছবি ভাইরাল

ইন্দো-চীন সীমান্ততে ইতিমধ্যেই নিজের নতুন ঠিকানা বানিয়ে ফেলেছেন ভিকি কৌশল। সেনাদের সঙ্গে কাটিয়ে নিতে চান বেশ কিছুটা সময়। সেই দিকে নজর দিয়েই পৌঁচ্ছে গিয়েছিলেন তিনি এই এলাকা। খবর ছড়িয়ে পড়া মাত্রই উরি অভিনেতাকে নিয়ে জল্পনা তুঙ্গে। প্রশংসিতও হলেন নেট দুনিয়ায়। 

 

 

আরও পড়ুনঃ দিয়া মির্জার বিবাহ বিচ্ছেদের পিছনে কে! নাম উঠে আসায় সোশ্যাল মিডিয়ায় সরব এই তারকা

সেনাদের নিয়ে ছবি করার আগে তাঁদের জীবন-যাপন নিয়ে অনেক গবেষণাই করতে হয়েছিল তাঁকে। শুধু সেনা কেন, যেকোনও চরিত্র করার আগেই অভিনেতাদের সেই বিষয় বিস্তর খোঁজ নিতে হয়। তবেই তা পর্দায় ফুঁটিয়ে তোলা সম্ভব। তবে উরি ছবিতে যাঁদের গর্বের কথা তুলেধরেছিলেন নেতা তাঁদের জীবন প্রকৃতই কতটা কঠিন, কতটা দেশের প্রতি তাঁদের নিবেদিত প্রাণ, তা চাক্ষুস করতে নিজেই এবার সেনাদের সঙ্গে বেশ কিছুটা দিন কাটানোর সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি।

 

 

তবে এই খবর সোশ্যাল মিডিয়ার আগেই সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছিলেন তিনি। এবার তাঁদেরকেই নিজে হাতে রুটি বানিয়ে খাওয়ালেন তিনি। তবে পাকা রাঁধুনি তিনি নন। তাওয়াং সীমান্তে রুটি বানানোর ট্রেনিং নিচ্ছেন তিনি, সোশ্যাল মিডিয়াতে জানালেন সেই খবর। তবে এর আগে নিজের গায়ে তুলে নিয়েছিলেন অভিনয়ের খাতিরে আর্মি পোশাক। এবার সত্যি তা গায়ে পরে নিঃসন্দেহে আপ্লুত উরি অভনেতা ভিকি। 

PREV

বিনোদন জগতের সব বড় খবর এক জায়গায় পেতে পড়ুন Entertainment News in Bangla। চলচ্চিত্র, টিভি শো, ওয়েব সিরিজ ও তারকাদের লেটেস্ট আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। বলিউড, টলিউড ও দক্ষিণী সিনেমার নির্ভরযোগ্য খবর ও বিশ্লেষণ এখানেই পড়ুন।

click me!

Recommended Stories

Basant Panchami 2026: সরস্বতী পুজোর দিন চালাতে পারেন এই ছয়টি বলিউড গান, দেখে নিন কী কী
প্রথম দিনেই ধাক্কা খেল বর্ডার ২, সানি দেওলের ছবির শো বাতিল, কিন্তু কেন?