হটডিভা সুস্মিতা সেনের জন্মদিন বলে কথা, এভাবেই সারপ্রাইজ দিলেন দুই মেয়ে

Published : Nov 19, 2020, 11:24 PM IST
হটডিভা সুস্মিতা সেনের জন্মদিন বলে কথা, এভাবেই সারপ্রাইজ দিলেন দুই মেয়ে

সংক্ষিপ্ত

হটডিভা সুস্মিতা সেনের জন্মদিন এদিন মাকে স্পেশাল উপহার দিলেন দুই মেয়ে ছবি শেয়ার করে সেই খবর সোশ্যাল মিডিয়ায় জানালেন সুশ্মিতা মুহূর্তে হয়ে উঠলেন ভাইরাল 

বলিউড হটডিভা সুস্মিতা সেনের জন্মদিন বলে কথা। তাই আয়োজনে কোনও খামতি রাখতে নারাজ তাঁর পরিবারের সদস্যরা। তাই মায়ের জন্মদিনে দুই মেয়ে, বিশেষ ভাবে আয়োজন করলো পার্টির। মধ্য রাত থেকেই শুরু হল সেলিব্রেশন। ঘর সাজিয়ে মাকে চমকে দিল দুজনেই। বেলুন দিয়ে ও গোটাঘর যত্নে সাজানো দেখে চমকে গেলেন সুস্মিতা। সেই ছবি শেয়ার করলেন নেট দুনিয়ায়। 

আরও পড়ুনঃ বিংগো বিজ্ঞাপের ওপর বেজায় চট সুশান্ত ভক্তরা, নেট দুনিয়ায় রণবীরের অ্যাড বয়কটের ডাক, কেন

একের পর এক সারপ্রাইজে মোড়া সুস্মিতার জন্মদিন, এক কথায় বলতে গেলে তাঁর জন্যই এই বিশেষ ঘরোয়া পার্টির আয়োজন বেশ কয়েকদিন আগে থেকেই করছিলেন তাঁর দুই মেয়ে। পর্দায় সেভআবে এখন সুস্মিতাকে দেখা না গেলেও, নেট দুনিয়ায় তাঁর ভক্তের সংখ্যা আজও বিপুল। স্টাইল আইক্যুন সেই সুস্মিতার জন্মদিনেই সোশ্যাল মিডিয়ায় উপচে পড়া শুভেচ্ছাবার্তা। 

 

 

সুস্মিতা নেট দুনিয়ায় একটি ছবি শেয়ার করা মানেই মুহূর্তে তা সকলের নজর কাড়ে। আর জন্মদিন বলে কথা। এদিন স্পেশালই তাঁর সোশ্যাল পাতায় কড়া নজর রেখে চললেন সকলে। তাই এই ছবিও ভাইরাল হয়ে উঠতে খুব বেশি সময় নিল না। যদিও এদিন তাঁর পোস্টে দেখা গেল না রোহমান শলকে। দেখা গেল না তাঁর দুই মেয়েকেও। 

PREV
click me!

Recommended Stories

ধর্মেন্দ্রর স্মৃতিতে বিশেষ পোস্ট এষার, দিলেন কোন বিশেষ বার্তা? দেখে নিন এক ঝলকে
দিল্লিতে ভাষণ দিতে গিয়ে আবেগপ্রবণ হেমা মালিনী, ধর্মেন্দ্রর অসম্পূর্ণ ইচ্ছের কথা জানালেন অভিনেত্রী