এই সৌভাগ্য সকলের হয় না, কী এমন করলেন তাপসী, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

Published : Mar 27, 2021, 06:12 PM IST
এই সৌভাগ্য সকলের হয় না, কী এমন করলেন তাপসী, প্রশংসায় পঞ্চমুখ নেটদুনিয়া

সংক্ষিপ্ত

আবারও সকলের নজরে তাপসী  কী এমন করলেন বলিডিভা খবর প্রকাশ্যে আসতেই প্রশংসা  নিজেকে ধন্য মনে করছেন তাপসী 

তাপসী পান্নু, বলিউডে নিজের এক ভিন্ন পরিচিতি তৈরি করেছেন এই হট ডিভা। ছবি নির্বাচন থেকে শুরু করে অভিনয়গুণ, কেবলই কমার্সিয়াল ছবির মোড়কে ভক্তমহলে রাজ করা বা বক্স অফিসে ঝড় তোলার পক্ষপাতী নন তিনি। বরং ছক ভাঙা গল্প বলে নিজেকে বলিউডের অন্যতম নায়িকা হিসেবে প্রমাণ করে চলেছেন তাপসী। আলোচনা-সমালোচনার ভিড়েই তিনি মুছে দিতে চেয়েছেন হিরো-হিরোইন তকমা। 

আরও পড়ুন- দাঁতে দাঁত চাপা লড়াই, বড়জোড়ার অতীত ভুলতে মরিয়া চণ্ডীপুরের রুপোলি পর্দার প্রার্থী 'সোহম' 

সেই অভিনেত্রী আরও একবার নজর কাড়লেন নেট দুনিয়ায়। সকলকে তাক লাগিয়ে পোস্ট করলেন, একজন মানুষের জীবন বাঁচানোর স্বাদই আলাদা। এই সৌভাগ্য সকলের হয় না। সম্প্রতি তেমনই এক কাজ করলেন তাপসী পান্নু। ডান করলেন প্লাজমা। আর তাঁর দানেই বাঁচল এক বৃদ্ধা মহিলার প্রাণ। সেই খবরই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন তাপসী পান্নু। 

 

 

এই পোস্ট ঝড়ের বেগে ভাইরাল। তারকারা নানা বিষয় ভক্তদের পাশে এসে দাঁড়ায়। বিশেষ করে করোনা পরিস্থিতিতে তা বারে বারে প্রমাণ হয়ে গিয়এছে। এবার সেই তালিকাতে নাম লেখালেন খোদ তাপসী পান্নু। যা দেখা মাত্রই ছড়িয়ে পড়ল নেট পাড়ায়। ঝড়ের বেগে ভাইরা হয়ে উঠল এই পোস্ট। 

PREV
click me!

Recommended Stories

Year Ending 2025: চলতি বছরে ওটিটি-তে ডেবিউ করেন এইপাঁচ স্টার কিডস, দেখে নিন কার ভাগ্য খুলল
রণবীর সিংয়ের 'ধুরন্ধর'-এর OTT স্বত্ব বিক্রি হল কোটি টাকায়, কিনল কোন প্ল্যাটফর্ম?